
প্লাস সাইজের ফ্যাশন
সুলতানা স্বর্ণা, এখন টিভি
২৪ নভেম্বর ২০২২, ১৮:১০
আজকের গুরুত্বপূর্ণ ফ্যাশন খবর
ফ্যাশন- হালের কিংবা পুরনো। সবাই চায় যুগের সাথে তাল মিলিয়ে চলতে। মুখশ্রীর সংগে শরীরে মানিয়ে যায় এমন কিছুই পরতে চায়। কিন্তু স্টাইল হচ্ছে একেবারই নিজস্ব বিষয়। যে যার মতো নিজেকে সাজিয়ে নিতে চায় তার পছন্দ অনুযায়ী।
এটা তোমাকে মানাবে না কিংবা এটা তোমার জন্য না- এমন হাজারো কথা প্রতিদিন আমাদের শুনতে হয়। তবে যারা প্লাস সাইজের তাদের এটা ফেইস করতে হয় অনেক বেশি। তবে তার মানে এটা নয় যে তারা ফ্যাশনেবল ড্রেস পরবেন না।
এমএস