Ekhon TV :: এখন টিভি

বনে ফিরলো লজ্জাবতী বানরটি

বনে ফিরলো লজ্জাবতী বানরটি

বন কর্মকর্তাদের উপস্থিতিতে বানরটি অবমুক্ত করা হয়

২৮ মে ২০২৩, ১৯:৩৪

রাঙামাটি, এখন টিভি

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির 'বেঙ্গল স্লো লরিস' নামের একটি লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

রবিবার (২৮ মে) সন্ধায় ৬টায় বানরটিকে অবমুক্ত করা হয়। গতকাল শনিবার রাতে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী রেঞ্জ থেকে বানরটি উদ্ধার করে স্থানীয় বন বিভাগ।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন মিয়া জানান, শনিবার রাতে ৮টার দিকে অভিযানের খবরে পাচারকারীরা বানরটি ফেলে পালিয়ে যায়। পরে বন বিভাগের সদস্যরা বানরটিকে উদ্ধার করে।

বন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ সন্ধায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হয়েছে।

এমএস

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ পরিবেশ খবর