Ekhon TV :: এখন টিভি

ক্ষতিকর প্লাস্টিক ব্যবহারে বিপর্যয়ের মুখে পৃথিবী

পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরি হচ্ছে

এখনটিভি ডেস্ক, এখন টিভি

১২ মার্চ ২০২৩, ১৬:১৯

পৃথিবীকে বাসযোগ্য হিসেবে ধরে রাখতে পরিবেশ বাঁচানোর বিকল্প নেই। আর বর্তমান পৃথিবীতে পরিবেশ বিপর্যয়ের আরেক নাম প্লাস্টিক। তাই বিশ্বজুড়ে চলছে ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প উদ্ভাবনের তোড়জোড়। এরই ধারাবাহিকতায় ভারতের এক বিজ্ঞানী সামুদ্রিক শৈবাল থেকে পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরির উপায় উদ্ভাবন করেছেন।

ক্ষতিকর প্লাস্টিক ব্যবহারে পৃথিবীর নাকাল অবস্থা। সমুদ্রে দিন দিন প্লাস্টিকের পরিমাণ বেড়েই চলছে। তাই ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প উদ্ভাবনের চেষ্টা চলছে। 

এর একটি উপায় হলো সামুদ্রিক শৈবাল দিয়ে পরিবেশবান্ধব প্লাস্টিক উৎপাদন। নেহা জেইন নামে ভারতের এক বিজ্ঞানী কাজ করছেন কীভাবে সহজে ও স্বল্প খরচে শৈবাল থেকে পরিবেশবান্ধব প্লাস্টিক বানানো যায়। যা কোন ধরনের ক্ষতিকর প্রভাব ছাড়াই খাবার প্যাকেজিংসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এমনকি খাওয়াও যাবে এই প্লাস্টিক।

এই প্লাস্টিকের কাঁচামাল সমুদ্রিক শৈবাল হওয়ায় উপকূলের মানুষের নতুন আয়ের পথ খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ শৈবাল সংগ্রহের পুরো প্রক্রিয়াটি হাতে করতে হয়। সংগ্রহ করা শৈবাল ৩৬ ঘণ্টা রোদে শুকাতে হয়। পরে প্লাস্টিক উৎপাদনের মূল কার্যক্রম শুরু হয়।

উৎপাদন প্রক্রিয়ার কয়েকটি ধাপের পর কাঁচামালটি দেখতে পুরো জেলের মতো হয়ে যায়। আর এই জেল থেকে পরবর্তীতে বানানো হয় দ্রুত পচনশীল প্লাস্টিক। যা গরম পানিতে মুহূর্তেই গলে যায়। আর সমুদ্রের পানিতে তা মিশে যেতে সময় নেয় মাত্র তিন থেকে চার ঘণ্টা এবং জৈব সারে পরিণত হতে সময় নেয় মাত্র চার মাস।

এএইচ

Advertisement
Advertisement
Advertisement