
মার্চের প্রথম সপ্তাহে বড় ভূমিকম্পের আশঙ্কা, সেই হুগারবিটসের পূর্বাভাস

তুর্কিয়ে ও সিরিয়ার ভূমিকম্পের আভাস দিয়েছিলেন ডাচ গবেষক ফ্রাঙ্ক হুগারবিটস।
০১ মার্চ ২০২৩, ১৫:৪৪
এখনটিভি ডেস্ক, এখন টিভি
মার্চের প্রথম সপ্তাহে জাপান থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অঞ্চলে ৭ থেকে ৮ মাত্রার বড় ভূমিকম্পের পূর্বাভাস দিলেন আলোচিত ডাচ গবেষক ফ্রাঙ্ক হুগারবিটস। সৌরজগতের ওপর জ্যামিতিক নজরদারির মাধ্যমে ভূমিকম্পের পূর্বাভাস করে আসছেন তিনি। সৌরজগতের জ্যামিতিক পর্যবেক্ষণে এই আভাস বলে জানান ফ্রাঙ্ক।
এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে তুর্কিয়ে ও সিরিয়া। ইতিমধ্যেই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। কিন্তু ভূমিকম্পের তিনদিন আগেই এ সম্পর্কিত পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন ডাচ গবেষক ফ্রাঙ্ক হুগারবিটস। সেই তিনিই, এবার আভাস দিলেন, মার্চের প্রথম সপ্তাহে আবারো বড় ভূমিকম্প আসছে।
সোলার সিস্টেম জিওম্যাট্রি সার্ভের গবেষক বলছেন, পহেলা মার্চ একই সরলরেখায় অবস্থান করবে বুধ-সূর্য ও মঙ্গলগ্রহ। ২ মার্চ পৃথিবী, শুক্র ও বৃহস্পতি গ্রহ একই সরলরেখায় চলে আসবে। ৯ ঘণ্টা পরেই পৃথিবীর সঙ্গে একই সরলরেখায় আসবে বুধ ও শনিগ্রহ। পৃথিবীর সঙ্গে অন্য গ্রহগুলোর এমন জ্যামিতির কারণেই ৩ ও ৪ মার্চ ভূগর্ভ চঞ্চল হয়ে ওঠার আশঙ্কা করেছেন হুগারবিটস। অন্যদিকে পূর্ণ চন্দ্রগ্রহণের সঙ্গে মার্চের ৫ম দিন একই সরলরেখায় থাকবে মঙ্গল-শুক্র ও শনিগ্রহ। এতে করে ৬ ও ৭ মার্চ ভূমিকম্পের সম্ভাবনা প্রবল হিসেবে জানানো হয়।
সোলার সিস্টেম জিওম্যাট্রি সার্ভের গবেষক ফ্রাঙ্ক হুগারবিটস বলেন, আমি অতিরঞ্জিত কিংবা ভীতি সঞ্চারের চেষ্টা করছি না। এটি একটি সতর্কতা। কারণ সৌরজগতের যে জটিল জ্যামিতি দেখা যাচ্ছে, তা বড় ধরনের ভূমিকম্প তৈরি করতে পারে।
সৌরজগতের ওপর জ্যামিতিক নজরদারির মাধ্যমে করা এ গবেষণায় হুগারবিটস বলছেন, ভূমিকম্পটি রিখটার স্কেলে ৭ থেকে ৮ মাত্রা কিংবা এর বেশি হতে পারে। বায়ুমণ্ডলীয় পরিবর্তনের ওপর ভিত্তি করে ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে উত্তরে জাপানের কুড়িল দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণে ফিলিপাইন ও ইন্দোনেশিয়া পর্যন্ত অঞ্চলকে চিহ্নিত করেছেন তিনি। তবে কেন্দ্রস্থল পরিবর্তিত হবার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে সর্তক করা হয়।
এর আগে গেল মাসের ২৫ তারিখে জাপান ও পাপুয়া নিউগিনিতে হওয়া ৬ মাত্রার ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলো ফ্রাঙ্ক হুগারবিটসের কর্মরত প্রতিষ্ঠান সোলার সিস্টেম জিওম্যাট্রি সার্ভে।
এমএস