
নতুন প্রতিষ্ঠান গড়ছেন গুগলের ছাঁটাই হওয়া সাত কর্মী

ছাঁটাইয়ের কবলে গুগলের ১২ হাজার কর্মী
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৯
এখনটিভি ডেস্ক, এখন টিভি
খরচ কমাতে সম্প্রতি ১২ হাজার কর্মীকে ছাঁটাই করে টেক জায়ান্ট গুগল। ছাঁটাই হওয়া গুগলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিজস্ব কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এতে যুক্ত আছেন ছাঁটাই হওয়া গুগলের আরও ছয় কর্মকর্তা।
বিশ্বমন্দার এই সময়ে খরচ কমানোর লক্ষ্যে টেক জায়ান্ট গুগলের ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কবলে পড়ে। তবে এতে দিশেহারা না হয়ে চাকরি হারানো সাতজন নিজেরাই একটি প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিয়েছেন। আর নতুন এই প্রতিষ্ঠান খোলার নেতৃত্ব দিয়েছেন গুগলের সাবেক ঊর্ধ্বতন ব্যবস্থাপক হেনরি কার্ক।
গুগলে আট বছর চাকরি করেছেন কার্ক। নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোতে একটি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টুডিও গড়ে তোলার জন্য তাদের হাতে সময় আছে মাত্র ছয় সপ্তাহ।
লিংকডইনে এক পোস্টে কার্ক বলেন, ছাঁটাইয়ের জন্য গুগল কর্তৃপক্ষ ৬০ দিনের যে সময়সীমা দিয়েছে তার মেয়াদ শেষ হবে মার্চে। এর আগেই নতুন প্রতিষ্ঠানটি গড়ে তুলতে চান তারা।
কার্ক বলেন, দুঃসময়কে পরিণত করতে হবে সুযোগে। গুগলের ছয় সাবেক কর্মীকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎ গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। সবচেয়ে বাজে সময়ের মধ্যে আমাদের নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোতে স্টুডিওর কাজ শুরু করতে হচ্ছে। তবে তা এ কাজের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও চ্যালেঞ্জিং অংশ।
বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপস ও ওয়েবসাইটের নকশা ও গবেষণায় প্রয়োজনীয় রসদ সরবরাহে কাজ করবে কার্কের নতুন এই প্রতিষ্ঠানটি। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ারিং প্রকল্প বাস্তবায়ন এবং নতুন উদ্যোক্তাদের অর্থ সংগ্রহে সহযোগিতাও করবেন তারা।
এমএস