
বাণিজ্য মেলা
৪০ নারী উদ্যোক্তার হাতে তৈরি পণ্য এক স্টলে
সিফাত শাহরিয়ার , এখন টিভি
১১ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
বাণিজ্য মেলায় ছোট, বড় প্রায় ২০০ পণ্যের রঙিন আয়োজন এক স্টলে। যার প্রতিটি তৈরি হয়েছে খালি হাতে। প্রায় ৪০ জন নারী উদ্যোক্তার এই আয়োজনে রয়েছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। মেলার দিন বাড়ার সাথে সাথে বিশেষ এই দোকানে বেড়েছে ক্রেতাদের ভিড়। উদ্যোক্তারা বলছেন, এবার হবে আশানুরুপ বেচা বিক্রি।
স্টল ঘুরে দেখা যায়, ছোট চুলের ক্লিপ, মালা থেকে শুরু করে শাড়ি কিংবা নকশিকাঁথা সব মিলবে একসঙ্গে। ছোট বড় প্রায় ২০০ রকমের পণ্যের পসরা নিয়ে বসেছে এই স্টল। ৩০ টাকার ক্লিপ থেকে শুরু, ১১ হাজার টাকার শাড়িও মিলবে এখানে।
এই সব পণ্যের কারিগর ৪০ জন ক্ষুদ্র উদ্যোক্তা। যাদের প্রায় শতভাগই নারী। রয়েছে ট্রান্সজেন্ডারও। নানাপ্রান্ত থেকে উদ্যোক্তারা তাদের হাতে তৈরি পণ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছেন এক ছাদের নিচে। পাট, চামড়া, সুতায় তৈরি পণ্যে রয়েছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিশেষ ধরনের পোশাকও।
ক্রেতারা বলেন, ‘তাদের আগ্রহ বাড়াতে এই ধরণের পণ্য ক্রেতাদের বেশি বেশি কেনা দরকার।’
পাটের গহনা, পুঁথির গহনা ও বাটিকের ব্যাগেও রয়েছে নতুনত্ব। রয়েছে হ্যান্ড প্রিন্ট শাড়ি, পাটের জুতাও। গ্রাম-বাংলার ঐতিহ্য নকশীকাঁথাও মিলবে এখানে। একেবারে দেশি খাবারের মিলনমেলাও যেন এই স্টল। যেখানে রয়েছে প্রায় ৫০ ধরনের খাবার। শুকনো সরিষার গুঁড়া এবারই প্রথম মেলায় এনেছেন উদ্যোক্তরা।
তারা বলেন, ‘এই মেলায় দেশি পণ্য নিয়ে বেশি কাজ করছি আমরা। এখানের সব পণ্যই ক্রেতাদের কথা মাথায় রেখে এর মান ঠিক রেখে তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের দেশের পণ্য বেশি ক্রয় করি তাহলে আমাদের দেশের টাকা কিন্তু আমাদের দেশেই থেকে যাবে।’
আনন্দ মেলার ক্রেতাদের জন্য রয়েছে ৫ থেকে ১৫ শতাংশ মূল্য ছাড়। ক্রেতাদের অনেকের পছন্দ দেশীয় পণ্য। বিক্রেতারা বলছেন, মেলার দিন বাড়ার সাথে সাথে বাড়ছে ক্রেতা সমাগম। এবার ব্যবসা বাড়ার আশা তাদের।
উদ্যোক্তাদের এই কার্যক্রমে শামিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। সুযোগ-সুবিধাসহ উদ্যোক্তাদের ব্যবসা প্রসারে কাজ করছেন সংগঠনটি।
ইউএনডিপি প্রতিনিধি ফাহিম রেজা বলেন, ‘মেলায় তাদের জন্য এই স্টলটি আমরা করে দিয়েছি। এছাড়া তাদের সকল ধরণের সহযোগীতা আমরা করে যাচ্ছি।’
আয়োজকরা মনে করছেন, দেশীয় পণ্যের প্রচার এবং নারী উদ্যোক্তাদের প্রসারে উপযুক্ত জায়গা এই বাণিজ্য মেলা।
আকন