Ekhon TV :: এখন টিভি

বিলুপ্ত কৃষি সরঞ্জাম নিয়ে জাদুঘর ও তথ্য পাঠাগার

পাঠাগারে রয়েছে কৃষিভিত্তিক বিভিন্ন বই

আব্বাস আলী , এখন টিভি

১৩ মার্চ ২০২৩, ১৫:১৬

নওগাঁয় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর। এ জাদুঘরে ঠাঁই পেয়েছে বিলুপ্ত হওয়া কৃষি সরঞ্জাম। আর পাঠাগারে রয়েছে কৃষিভিত্তিক বিভিন্ন বই। কৃষক এবং উদ্যোক্তারা ফসল উৎপাদন বা মাছ চাষে অসুবিধায় পড়লে পাঠাগারের বই পড়ে পাচ্ছেন সমাধান। পাঠাগার ও জাদুঘর দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। 

যুগের সাথে পাল্টে গেছে কৃষি উপকরণের ধরন, ব্যবহার ও উপযোগিতা। অনেকগুলো যেমন স্মৃতি হয়ে গেছে, তেমনি নতুন যন্ত্রপাতি কৃষিতে এনেছে বিপ্লব। কিন্তু একই জায়গায় নতুন পুরনো উপকরণ দেখা কি সম্ভব?

এ দু:সাধ্য কাজটিই করেছেন নওগাঁর মান্দা উপজেলার কালিগ্রামের শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ। ব্যক্তি উদ্যোগে ৩ বিঘা জমির ওপর গড়ে তুলেছেন ‘শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর’।

জাহাঙ্গীর আলম শাহ বলেন, ‘বর্তমানে অনেক কৃষি যন্ত্রপাতিই হারিয়ে গেছে। তাই আমি চিন্তা করলাম এগুলো টিকিয়ে কিভাবে রাখা যায়। পরে আমার বাড়িতে যত কৃষি যন্ত্রপারি ছিলো সেগুলো জমিয়ে এই ঘরটিতে রাখতে শুরু করি। পরে একপর্যায়ে এটি এখন কৃষি জাদুঘরে পরিনত হয়েছে।’

শুধু চাষবাসে ব্যবহৃত উপকরণই নয়, মাছধরা পশুপালনসহ দৈনন্দিন জীবনের নানা জিনিসের সমারোহ জাদুঘরে। গরুর গাড়ি, মাথাল, ঢেঁকি, পালকি, ঘানি, ধানের গোলার সঙ্গে আধুনিক মাড়াই যন্ত্রসহ নতুন-পুরানো সামগ্রী দেখে অভিভূত দর্শনার্থীরা।

এক দর্শনার্থী বলেন, ‘এখানে অনেক যন্ত্রপাতিই এখন আর খুঁজে পাওয়া যায় না। এখানে এসে আমি বহু আগের কৃষি যন্ত্রপাতি দেখতে পেয়েছি।’

চত্বরে রয়েছে একটি পাঠাগার। যেখানে কৃষকরা ফসলের নানা সমস্যার সমাধান পেতে পারেন। এতে খুব সহজেই কৃষি বিষয়ে নতুন বিষয়ে ধারণা পাওয়া সম্ভব। এছাড়া ছোটদের জন্য রয়েছে গল্প ও ছড়ার বই।

স্থানীয়রা জানান- কৃষিতে নতুন নতুন উদ্ভাবিত বিষয়গুলো দেখানো হয় প্রজেক্টরের মাধ্যমে। পরামর্শমত সার ও ঔষধ প্রয়োগ করায় উৎপাদন খরচও কম হয়। এতে তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন।

পেশায় শিক্ষক হয়েও কৃষি উন্নয়নে জাহাঙ্গীর আলম শাহের পদক্ষেপের স্বীকৃতি মিলছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে। ২০১১ সালে রোটারি ইন্টারন্যাশনাল পদক থেকে শুরু করে এআইপি এবং ২০২১ সালে পরিবর্তনের নায়ক পদক সহ নানা সম্মাননা পেয়েছেন জাহাঙ্গীর আলম শাহ। নতুন প্রজন্মকে কৃষিমুখী করতে যাদুঘর পরিদর্শনের আহ্বান কৃষি কর্মকর্তার।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হোসেন বলেন, ‘তার এই মহান উদ্যোগ পুরো নওগাঁর গর্ব। তার এই কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে শিক্ষার্থীদের।’

যাদুঘর ছাড়াও বাগানে রয়েছে বিভিন্ন দুর্লভ প্রজাতির গাছের সংগ্রহ। কৃষির উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার কথা জানান জাহাঙ্গীর আলম।

আকন

Advertisement
Advertisement
Advertisement