
ধানমন্ডির মাইডাস সেন্টারে দেশি পণ্যের পসরা

ধানমন্ডির মাইডাস সেন্টারে দেশি পণ্যের পসরা
১০ মার্চ ২০২৩, ১৮:১৭
ঢাকা, এখন টিভি
রঙিন ল্যাম্পশেড। এর নরম আলো সবসময় এক অন্য মাত্রা যোগ করে অন্দরসজ্জায়। বাজারে প্লাস্টিক, কাঁচের তৈরি ল্যাম্পশেড পাওয়া গেলেও, এবার দেখা মিললো বাঁশের তৈরি শেডের। বাঁশের সাথে যেখানে ব্যবহার হয়েছে কাঠ, বেত ও পাতা। এ যেন প্রাকৃতিক উপাদানের আলোকসজ্জা। এমন ১০ ধরনের ল্যাম্পশেড নিয়ে স্টল বসেছে আনন্দ উঠানে।
ল্যাম্পশেড ছাড়াও মেলায় আছে ১৫ ধরনের ঘর সাজানোর পণ্য। যেখানে প্রতিটি পণ্যে রয়েছে নতুনত্ব। রয়েছে ঘর সাজানোর গাছও। যেখানে দেখা মিলছে ১শ ধরনের শোভাবর্ধক গাছের। ২শ থেকে ১৫শ টাকায় মিলছে এসব উদ্ভিদ। বাদ পড়েনি প্রাকৃতিক উপাদানে তৈরি মুখরোচক আচারও।
দেশীয় কাপড়ের বাহারি ডিজাইনের সমারোহ হয়েছে এখানে। দেশীয় কারিগরদের হাতের তৈরি এইসব পণ্যে রয়েছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। কাপড় ও চামড়ার সংমিশ্রণে তৈরি ব্যাগের দেখা মিলেছে এখানে। ২৮ জন উদ্যোক্তার এই মেলা বসেছে ধানমন্ডির মাইডাস সেন্টারে। যেখানে প্রথম দিন থেকেই ছিলো দেশি-বিদেশি ক্রেতার সমাগম। ক্রেতারা বলছেন নতুনত্বের খোঁজে এখানে আসা।
এখানে আসা সবাই নারী উদ্যোক্তা। যাদের ব্যবসার প্রধান ক্ষেত্র অনলাইন। এবারই প্রথম অনেকেই এসেছেন প্রদর্শনীতে। এই মেলা তাদের ব্যবসা প্রসার করবে বলে আশা তাদের। আয়োজকদের আশা, মেলা থেকে ব্যবসায়ীরা নতুন ক্রেতা পাওয়ার পাশাপাশি প্রচার হবে দেশীয় পণ্যের।
সকাল ১১ টায় শুরু হওয়া এই মেলা চলবে রাত ৮ টা পর্যন্ত। আগামী ১১ মার্চ শেষ হবে এই প্রদর্শনী।
এফএইচ