
অগ্রণী ব্যাংকের সম্মাননা পেলেন ৫১ নারী উদ্যোক্তা

নারী উদ্যোক্তাদের সম্মাননা দিলো অগ্রণী ব্যাংক
০৬ মার্চ ২০২৩, ২০:৩৩
এখনটিভি ডেস্ক, এখন টিভি
দেশের ৫১ নারী এজেন্ট এবং ঋণগ্রহীতাকে ‘অগ্রণী দুয়ার ব্যাংকিং নারী সম্মাননা’ দিয়েছে অগ্রণী ব্যাংক ও দুয়ারের সম্মিলিত উদ্যোগ। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে সোমবার (৬ মার্চ), রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সফল উদ্যোক্তার হাতে ক্রেস্ট তুলে দেন অগ্রণী ব্যাংকের পরিচালক তানজিনা ইসমাইল। মহাব্যবস্থাপক রুবানা পারভীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক রেজিনা পারভীন ও পারভীন আকতার। এছাড়াও অগ্রণী ব্যাংকের একমাত্র ব্যাংকিং এজেন্ট প্লাটফর্ম ‘দুয়ার’-এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরে সম্মাননা পাওয়া নারী উদ্যোক্তারা তাদের সংগ্রামের গল্প ও গৌরবগাঁথা তুলে ধরেন। এ ধরনের স্বীকৃতি নারীর ক্ষমতায়ন ও নারীবান্ধব ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে ও দেশের আরও অনেক নারীকে ব্যাংকিং ব্যবসায় অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন।
সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা জানাতে পেরে সন্তোষ প্রকাশ করে নারীদের নিজ উদ্যোগে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান ব্যাংকের পরিচালক তানজিনা ইসমাইল। ওমর খৈয়ামের বিখ্যাত উক্তি তুলে ধরে তিনি বলেন, “সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে আমাদের মা-বোনেরা তাদের দক্ষতা, ইনোভেটিভ চিন্তা-ভাবনা দিয়ে কাজ করে তার প্রমাণ দিচ্ছেন। আমি সর্বাঙ্গে অগ্রণী দুয়ার ব্যাংকিংয়ের সফলতা কামনা করছি।”
অনুষ্ঠানে ‘দুয়ার’-এর কার্যক্রম ও সফলতার তথ্য জানানো হয়। সংশ্লিষ্টদের তথ্যমতে, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে শুরু হয় ‘অগ্রণী দুয়ার ব্যাংকিং’-এর পথচলা। প্রত্যন্ত অঞ্চলে ব্যাংক সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসার লক্ষ্যে দুয়ার ব্যাংকিং বর্তমানে ৬১ জেলা ও ২৮০টি উপজেলায় প্রায় ৬০০টি আউটলেটকে সঙ্গে নিয়ে সব প্রতিকূলতা উপেক্ষা করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও নিরাপত্তার মাধ্যমে সরকারি প্রণোদনা, বিভিন্ন প্রকার ভাতা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ভাতার পাশাপাশি সব ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে দুয়ার ব্যাংকিংয়ের ৫১ জন নারী এজেন্ট এবং প্রায় ১ হাজার নারী কর্মী সফলতার সঙ্গে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও অগ্রণী দুয়ার ব্যাংকিংয়ের ৭ লাখ গ্রাহকের মধ্যে প্রায় ৫২ শতাংশ্ই নারী। সবশেষ ২০২২ সালে প্রায় ১০০ জন নারী গ্রাহক তাদের জীবনযাত্রার মানোন্নয়নে দুয়ার ব্যাংকিংয়ের সহায়তায় অগ্রণী ব্যাংকের ঋণ সেবা নিয়ে ব্যবসা শুরু করে সফলতা অর্জন করেছেন।