
ফরিদপুরে সপ্তাহব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা

মেলায় ৪০টি স্টলে বিভিন্ন পণ্যের পসরা বসেছে
০৩ মার্চ ২০২৩, ১৮:৫৬
ফরিদপুর, এখন টিভি
ফরিদপুরে সপ্তাহব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার শুরু হয়েছে। জেলা প্রশাসক ও বিসিক কার্যালয়ের উদ্যোগে শহরের অম্বিকা মেমোরিয়াল হল মাঠে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক রফিকউল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংক ঋণের যে ছোট ছোট বাধা রয়েছে যেমন ট্রেড লাইসেন্স, বিদ্যুৎ বিলের কপি, এগুলো ছাড়াই কিভাবে ব্যাংক ঋণের সুবিধা পাওয়া যায় সে ব্যাপারে সুপারিশ করা হবে। এছাড়াও জেলাতে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিকের আঞ্চলিক পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস এবং ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ৪০টি স্টলে পাটপণ্য, নারীদের হাতে তৈরি পোশাক, ব্যাগ, মগ, চুড়িসহ তাদের তৈরি ও সংগৃহীত বিভিন্ন পণ্য নিয়ে এসেছে। সপ্তাহব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
নারী উদ্যোক্তা আলেয়া বেগম বলেন, বিসিক থেকে হাতের কাজ শিখে তিনি গত ১৬ বছর পাটপণ্য, বুটিকের কাপড়সহ বিভিন্ন পণ্য তৈরি করেন। নিজেদের পণ্য পরিচিত করতে এই বিসিক মেলায় আসেন তারা।
বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক রফিকউল্লাহ বলেন, এই মেলা আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের পণ্য বিপণন ও পরিচিত করার ক্ষেত্র তৈরি হয়। এই উদ্দেশ্যে প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়ে থাকে। করোনার ক্ষতি কাটিয়ে এই উদ্যোক্তারা যাতে ঘুড়ে দাঁড়াতে পারেন সেই চেষ্টাই করা হচ্ছে।
এমএস