
ঢাকায় এসে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার অশনীর গ্রোভার যা বললেন

ব্যাসিস সফ্ট এক্সপোতে অশনীর
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৫
মো. ইমরান , এখন টিভি
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাণিজ্যভিত্তিক টক শো শার্ক ট্যাঙ্ক। এর ভারতীয় সংস্করণের জাজ অশনীর গ্রোভারকে কে না চেনে। ঠোঁটকাটা স্বভাবের জন্য তিনি বিখ্যাত ও পরিচিত। রাজধানীতে অনুষ্ঠিত সফ্টওয়্যার এক্সপোতে অতিথি হয়ে এসেছিলেন তিনি।
`সাব দোগলাপান হ' … এর অর্থ এগুলো সব ভণ্ডামী। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার এই বিখ্যাত সংলাপ কে না শুনেছে। কথাটি বলেছিলেন বাণিজ্য ভিত্তিক এই রিয়েলিটি শোয়ের বিচারক অশনীর গ্রোভার।
কে এই অশনীর গ্রোভার:
অশনীরের মূল পরিচয় তিনি একজন উদ্যোক্তা। প্রায় ৩০ হাজার কোটি টাকার বাজার মূল্যের ব্যাংকিং সেবামূলক প্রতিষ্ঠান ভারতপে এর সাবেক সহপ্রতিষ্ঠা তিনি। ভারতের জনপ্রিয় বাণিজ্য ভিত্তিক শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র বিচারক ছিলেন এই ব্যবসায়ী। এই অনুষ্ঠান থেকেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্রের শার্ক ট্যাঙ্ক ইউএসের ভারতীয় সংস্করণ।
কী বললেন অশনীর:
ব্যাসিস সফ্ট এক্সপোর একটি টক শোতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন অশনীর গ্রোভার।
কর্পোরেট প্রোগ্রামে এসেও তিনি ছিলেন তার চিরচেনা রূপেই। ঠোঁটকাটা স্বভাব ও তীক্ষ্ণ মন্তব্যের জন্য পরিচিত এই উদ্যোক্তা তার নির্ভেজাল বক্তব্য দিয়েই মন জয় করেছেন দর্শকদের। ব্যবসায়ীক জীবনে নেয়া নানা সিদ্ধান্তসহ উদ্যোক্তাদের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা বলেন অশনীর গ্রোভার।
অশনীর বলেন, ‘আমাদের ছোটবেলায় বলা হতো টাকা-পয়সা বাজে জিনিস। আদতে তা নয়। আমি মনে করি অর্থের পেছনে ছুটা খারাপ কিছু না।’
নিজের ব্যতিক্রম ব্যক্তিত্বের জন্যই পরিচিত অশনীর। তাই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে অর্থের বদলে বিএমডাব্লিউ বাইক দেয়ার প্রস্তাব দেন তিনি। ‘পরিবারের কাছে মোটর সাইকেল চাইলে মানা করবে কিন্তু কোম্পানি থেকে দিলে মানা করবে না। আমি জানি তরুণদের বাইক পছন্দ। তাই লিঙ্কড ইনে চাকরির বিজ্ঞপ্তিতে বাইকের প্রস্তাবনা দেই।’
একজন ব্যবসায়ী হলেও অশনীরের জনপ্রিয়তার শুরু শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার মাধ্যমে। তাই তাকে দেখার জন্য অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যবসা-বাণিজ্য ও স্টারটাপের জন্য এমন আয়োজন বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন উপস্থিত দর্শকরা।
২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি চলমান ব্যাসিস সফ্ট এক্সপোতে একটি সাক্ষাতকারের জন্য ঢাকায় আসেন অশনীর গ্রোভার।
আইকে