
রাজধানীতে বিড়ালের র্যাম্প শো

বিড়ালের ক্যাটওয়াক
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
মো. ইমরান , এখন টিভি
র্যাম্প শো’র কথা এলেই চোখে ভাসে আকর্ষণীয় সাজ পোশাকের মডেলদের কথা। কিন্তু রাজধানীতে এবার প্রথমবারের মতো হয়ে গেল ব্যাতিক্রমী র্যাম্প শো। ঝলমলে এই আয়োজনে ক্যাটওয়াকের পাশাপাশি ছিল যেমন খুশী তেমন সাজো, খাবার প্রতিযোগিতাসহ নানা ধরনের অনুষ্ঠান। তবে মডেল হিসেবে মানুষ নয়, ছিল অন্য কেউ।
বিড়ালের প্রতি ভালোবাসা থেকেই বিড়ালপ্রেমীদের নিয়ে আয়োজিত হয়ে গেল ক্যাট র্যাম্প শো। অনুষ্ঠানে বিভিন্ন জাতের বিড়াল নিয়ে উপস্থিত হয় পশুপ্রেমীরা। বিশ্বের অন্যান্য দেশে এধরনের আয়োজন হলেও রাজধানীতে এটিই প্রথম। অনুষ্ঠানের আয়োজক পেশায় একজন রসায়নবীদ হলেও পোষা প্রানীর প্রতি ভালোবাসা থেকে বিড়ালপ্রেমীদের এই মিলন মেলার আয়োজন। প্রথমবার এমন আয়োজনে ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি।
‘আমরা ব্যাপক সাড়া পেয়েছি। রেজিস্ট্রেশনের সংখ্যা ইতোমধ্যে ১০ হাজার ছাড়িয়েছে। আরো ৫ হাজার ছাড়াতে পারে এই সংখ্যা। আমি বেশ আনন্দিত,’ বলেন অনুষ্ঠানের আয়োজক মো, আলমগীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মেহরীন মাহমুদ। প্রাণীর যত্ন নেয়া ও তাদের প্রতি সদয় আচরণ করার আহ্বান জানান তিনি। ‘এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গেলে আমি আনন্দিত ও অভিভূত।’ নিজের সঙ্গীত নিয়েও কথা বলেন এই তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২২ এ খুব ব্যস্ত সময় পার করেছি আমি। ২০২৩ কেও আমি প্রোডাকটিভ ইয়ার (কর্মময় বছর) হিসেবে দেখছি।’
অনুষ্ঠানে বিড়ালের জন্য ছিল নানা প্রতিযোগিতা। কিন্তু বিড়াল কি জানে সে যে প্রতিযোগিতায় আছে? খাবারের প্রতিযোগিতায় এক সঙ্গে দশটি বিড়াল অংশ নেয়। এছাড়া যেমন খুশি তেমন সাজোসহ ছিল র্যাম্প শো। পোষা বিড়ালের জন্য চিকিতসাকেন্দ্রেরও ব্যবস্থা ছিল এই অনুষ্ঠানে।
বিড়ালপ্রেমীদের নিয়ে এমন এক আয়োজনে আনন্দিত প্রতিযোগিরা। পোষা প্রাণীদের পালক নেয়া, পরিচর্যা করার আহ্বান তাদের। কেউ অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আবার কেউ প্রাণীর প্রতি আরো যত্নশীল হবার জানিয়েছেন আহ্বান।
বিড়াল নিয়ে এ আয়োজনে বিড়ালপ্রেমীদের মিলন মেলা হলেও পোষা বিড়ালের জন্য কেমন তা সেই বোবা প্রানীটিই জানে। উচ্চ শব্দ, জোর করে ছবি তোলা ও মানুষের প্রতিযোগিতার মাঝে শেষ হয় এই র্যাম্প শো।
আইকে