
কোন কোন দেশের সাবস্ক্রিপশন ফি কমেছে?
৩০ দেশে সাবস্ক্রিপশন ফি কমাচ্ছে নেটফ্লিক্স

সাবস্ক্রিপশন ফি কমিয়েছে নেটফ্লিক্স
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৬
মো. ইমরান , এখন টিভি
বিশ্বের ৩০টি দেশে সাবস্ক্রিপশন ফি কমিয়ে দেবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নিজেদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে এমন সিদ্ধান্ত নেয় নেটফ্লিক্স কর্তৃপক্ষ।
নেটফ্লিক্স সবচেয়ে জনপ্রিয় ও লাভজনক ওটিটি প্ল্যাটফর্ম। তবে সম্প্রতি এই ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে। অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপল ও ডিজনি প্লাস হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মের জন্য নেটফ্লিক্সের লাভ ও সাবস্ক্রাইবার সংখ্যা নিম্নগামী।
আফ্রিকার বিভিন্ন দেশসহ মধ্যপ্রাচ্যের ইয়েমেন, জর্দান, লিবিয়া, ইরান, ইউরোপের ক্রোয়েশিয়া, বুলগেরিয়া ও স্লোভেনিয়া আর লাতিন আমেরিকার ইকুয়েডর, নিকারাগুয়া ও ভেনিজুয়েলায় নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার কম। এর মধ্যে ক্রোয়েশিয়া ও বুলগেরিয়াতে ২ লাখ এবং স্লোভানিয়ায় দেড় লাখ মতো সাবস্ক্রাইবার। ইরানে মাত্র ৫ হাজার জন ব্যবহার করে এই ওটিটি মাধ্যম। ১০ হাজার জন ব্যবহার করে লিবিয়া, ইয়েমেন, জর্দানে। ফি কমানোর মাধ্যমে এসব দেশে থেকে গ্রাহক আকর্ষণ করবে নেটফ্লিক্স।
উল্লেখ্য বাংলাদেশে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা খুব একটা বেশি নয়; মাত্র ২ লাখ। পিআই স্ট্র্যাটিজি নামে একটি বেসরকারি সংস্থার তথ্যমতে, নেটফ্লিক্স বছরে ২০০ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকেই আয় করে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশে সাবস্ক্রিপশন ফি কমায়নি।
আইকে