
হলিউড সিনেমাতেও গান!

হলিউড সিনেমার বিখ্যাত গান
১১ জানুয়ারি ২০২৩, ১৪:৪২
মো. ইমরান , এখন টিভি
ঢালিউড ও বলিউড; গান ছাড়া সিনেমার গল্প যেন অসম্পূর্ণ। হিরোর আগমন, রোমান্টিক কিংবা বিরহের দৃশ্য; গান থাকবেই। হলিউড সিনেমা এদিকে ব্যতিক্রম। ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলেও পুরোদস্তুর গানের সংখ্যা আঙ্গুলে গুণা যায়।
সাদা কালো যুগের কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালেই মুক্তি পায় সিনেমা ক্যাসাব্লাঙ্কা। এসিনেমায় ব্যবহার করার হয় ডুলি উইলসনের `এজ টাইম গজ’ গানটি। সিনেমার জন্য তখন ব্যাপক জনপ্রিয়তা পায় জ্যাজ ধারার এই গান।
১৯৬১ সালে মুক্তি পায় সিনেমা `ব্লু হাওয়াই।' এই সিনেমায় এলভিস প্রিসলি তার বিখ্যাত `কান্ট হেল্প ফলিং ইন লাভ উইদ ইউ' গানটি গান। তরুণ প্রজন্মের কাছে এখনো জনপ্রিয় এই গান, হয়েছে এর অসংখ্য নয়া সংস্করণ।
অনুপ্রেরণা দেয় এমন গানের মধ্যে আই ‘অফ দ্য টাইগার’ অন্যতম। সার্ভাইভারের এই গান ব্যবহার করা হয় সিলভেস্টার স্ট্যালনের ‘রকি থ্রি’ সিনেমায়। সেসময়ে এই গান চার্টবাস্টার হয়।
গান-প্রেমীরা নিশ্চই সেলিন ডিওনের নাম শুনেছেন। টাইটানিক সিনেমায় তার গান ‘মাই হার্ট উইল গ ওন’ সেসময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গানটির জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান, জেতেন অসংখ্য পুরস্কার।
মূলধারার সিনেমায় গানের ব্যবহার খুব একটা না থাকলেও অ্যানিম্যাটেড সিনেমা গান ছাড়া যেন পূর্ণতা পায় না। চরিত্র ও গল্পের বর্ননার জন্য গানের ব্যবহার হয়ে থাকে। এরকমই একটি গান ‘লেট ইট গো।’ এই গান ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্রজেন’ সিনেমায় দৃশ্যায়ীত হয়। গানটি গেয়েছেন ইদিনা ম্যাঞ্জেল।
হলিউড নিয়েই তৈরি সিনেমা ‘লালা ল্যান্ড।’ সিনেমার দুই মূলচরিত্রকে বিভিন্ন গানের দৃশ্যে দেখা যায়। পাঁচটি গান রয়েছে এই সিনেমায় যা হলিউডের ইতিহাসে বিরল। আনাদার ডে অফ সান, সিটি অফ স্টারস, সামওয়ান ইন দ্য ক্রাউড, অ্যা লাভলি নাইট ও অডিশন। গানগুলো গেয়েছেন সিনেমার অভিনেতা-অভিনেত্রী রায়ান গসলিং ও এমা ওয়াটসন। বিলবোর্ড সেরা ২০০ ও ইউকে টপচার্ট দখল করাসহ সঙ্গীতের জন্য একাডেমি অ্যাওয়ার্ড জেতে এই সিনেমা।
আইকে