
রুপালি পর্দায় প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সিনেমা
২০ মে ২০২৩, ১২:৪২
এখনটিভি ডেস্ক, এখন টিভি
প্রতিবছর পৃথিবীর কোন না কোন প্রান্তের মানুষ মোবাবিলা করে প্রকৃতির চোখ রাঙ্গানির। বিশ্বে ঘটে যাওয়া নানা প্রাকৃতিক দুর্যোগ হয়ে উঠেছে দেশ-বিদেশের সিনে জগতের বিষয়বস্তু। শেষ নিঃশ্বাস পর্যন্ত যেকোন কিছুকে আঁকড়ে ধরে মানুষের বেঁচে থাকার প্রয়াসই ফুটে ওঠে এসব সিনেমার দৃশ্যে।
১৯৭৭ সালে মুক্তি পায় বাংলাদেশী চলচ্চিত্র সীমানা পেরিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার আলমগীর কবির। ১৯৭০ সালে উপকূলীয় অঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসকে কেন্দ্র করে সিনেমার গল্প। বুলবুল আহমেদ ও জয়শ্রী কবিরের অনবদ্য অভিনয়ে ইতিহাস হয়ে আছে সিনেমাটি।
এই সিনেমা নিয়ে বেশ চাঞ্চল্যকর একটি ঘটনা রয়েছে। ৭০ এ ঘটে যাওয়া দেশের উপকূলে গভীররাতে এক ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তান্ডবলীলায় ভেসে যায় মানুষ ও জীব-জন্তু। ভয়াবহ এই দূযোর্গের খবর সেসময়ে সংবাদপত্রের শিরোনাম ছিল।
তিন মাস পরে নতুন খবর হয়ে ওঠে আলোচনা বিষয়বস্তু। বরিশাল জেলার দক্ষিণে একটি সামুদ্রিক চরে কোনরকমভাবে বেঁচে থাকতে দেখা যায় একজোড়া মানব-মানবিকে। ঘটনাটি একেকজন একেক দৃষ্টিতে দেখে। কিন্তু তিন মাস যোগাযোগ বিচ্ছিন্ন একটি সামুদ্রিক চরে একজোড়া নারী-পুরুষের বেঁচে থাকা ও বসবাসের বিষয়টি পরিচালক আলমগীর কবিরের দৃষ্টিতে সবার থেকে আলাদা মনে হয়। সেই থেকে তিনি এই ঘটনাটি নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করার কথা ভাবেন।
সিনেমাটি নির্মাণ করতে গিয়ে পরিচালক আলমগীর কবির বিভিন্ন সংস্থা, ব্যক্তিগত প্রতিষ্ঠান ও বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা পেয়েছেন। ১৯৭৮ সালে চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ, দুইটি বিভাগে বাচসাস পুরস্কার লাভ করে সীমানা পেরিয়ে।
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের বাস্তব বর্ণনা ‘দুখাই’। এই সিনেমার কাহিনীও ৭০ এর প্রলয়ংকারী ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে। প্রলয়ঙ্করী ঐ ঝড়ের আঘাতে তছনছ হয়ে যায় রোকারয়, জনপদ। তীব্র জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে যায় হাজার-হাজার মানুষ, যাদের অনেকেরই কোনো খোঁজ মেলেনি। মোরশেদুল ইসলাম পরিচালিত এই সিনেমা ২২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৯টি বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
শুধু ঢালিউড নয়, বলিউডের সিনেমাতেও দর্শক দেখেছে প্রকৃতির ভয়াবহতা। বলিউডের বিখ্যাত ‘মাদার ইন্ডিয়া’ সিনেমাতে দেখানো হয় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের জীবনের কষ্ট। যাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন নার্গিস। ৫০'র দশকে তৈরি এই সিনেমা আন্তজার্তিক পরিচিতি এনে দেয় নার্গিসকে। ১৯৫৭ সালে মুক্তি পাওয়া এই সিনোমটি অন্যতম সবোর্চ্চ আয় করা সিনেমা ছিল সেসময়।
২০০৪ সালে একবিংশ শতাব্দিতে সুনামি নামক সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয় বিশ্বের প্রায় ১৫টি দেশ। প্রায় ৯.৩ মাত্রার এই ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় ২ লাখ ২৫ হাজার মানুষ। ২০১২ সালে সুনামি নিয়ে স্প্যানিশ পরিচালক জে এ বায়োনা নির্মাণ করেন সিনেমা 'দ্য ইম্পোসিবল'। এতে বিভিন্ন চরিত্রে আছেন নওমী ওয়াটস, টম হল্যান্ড, ইওয়ান ম্যাকগ্রেগরসহ আরো অনেকে। বড়দিনের ছুটি উপভোগ করতে সপরিবারে থাইল্যান্ডে আসেন ডক্টর মারিয়া। সন্তানদের নিয়ে মুখোমুখি হন এক ভয়াবহ অভিজ্ঞতার। খুব সামন্য কিছুকে আঁকড়ে ধরে পরিবারকে রক্ষা এবং বেঁচে থাকার তীব্র আকুতি আবেগাপ্লুত করেছে দর্শকদের।কা
কানিজ ফাতিমা