
কিংবদন্তি নায়ক ফারুক মারা গেছেন

প্রায় ২ বছর সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন নায়ক ফারুক
১৫ মে ২০২৩, ১০:৩৪
এখনটিভি ডেস্ক, এখন টিভি
কিংবদন্তি নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে শরৎ।
তিনি জানান, সোমবার (১৫ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিঃশ্বস ত্যাগ করেন মিয়া ভাইখ্যাত এই অভিনেতা।
বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ফারুকের ছেলে শরৎ।
এই কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২১ সালের ৪ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ফারুক। চেকআপে তার ইনফেকশন ধরা পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে প্রায় ২ বছর সিঙ্গাপুরেই চিকিৎসা নিচ্ছিলেন নায়ক ফারুক।
এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন।
তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- 'সারেং বৌ', 'লাঠিয়াল', 'সুজন সখী', 'নয়নমনি', 'মিয়া ভাই', 'গোলাপী এখন ট্রেনে', 'সাহেব', 'আলোর মিছিল', 'দিন যায় কথা থাকে' ইত্যাদি।
এমএস