
জীবনী নয়, দুটি জীবনের দ্বন্দ্বের সিনেমা ‘মাদার তেরেসা অ্যান্ড মি’

দুটি আদর্শের গল্প সিনেমা ‘মাদার তেরেসা অ্যান্ড মি’
০৯ মে ২০২৩, ১৯:০৭
মো. ইমরান , এখন টিভি
‘মাদার তেরেসা অ্যান্ড মি’ নাম শুনে বায়োপিক মনে হলেও আসলে বায়োপিক নয়। মাদার তেরেসার জীবনের নানা দিক নিয়ে এই সিনেমা সেই সাথে কাহিনীতে বয়ে চলেছে আরেকটি জীবনের গল্প। দর্শক ও সমালোচকরা কীভাবে দেখছেন এই সিনেমাটিকে?
মুক্তি পেয়েছে সিনেমা মাদার তেরেসা অ্যান্ড মি। সিনেমায় মাদার তেরেসার মানব সেবামূলক কাজ ও তাঁর জীবন দর্শন তুলে ধরা হয়েছে। আদতে বায়োপিক ঘরানার মনে হলেও এটি বায়োপিক নয়। সমান্তরালে আরেকটি নারী চরিত্রের গল্প এগিয়ে গেছে, যার নাম কবিতা। এই চরিত্রটির জীবন দর্শন মাদার তেরেসার থেকে সম্পূর্ন ভিন্ন। দুইজন ভিন্ন দর্শনের মানুষের জীবনের অন্তর্মিলটুকু খুঁজে পেতেই এই সিনেমার কাহিনী এগিয়ে যায়।
কবিতা চরিত্রটি ভারতীয় কিন্তু তিনি বড় হয়েছেন যুক্তরাজ্যে। ভায়োলিন বাজাতে পছন্দ কবিতা জীবন সম্পর্কে গম্ভীর নয়। কলকাতার মাদার তেরেসার স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান ‘নির্মল হৃদয়’য়ে এসে সেখানে বঞ্চিত মানুষের দুঃখ-কষ্ট দেখে কবিতার জীবনেও আসে পরিবর্তন। এরকম দুটি ভিন্ন দর্শনের চরিত্র একসময় মুখোমুখি হয়।
দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘মাদার তেরেসা অ্যান্ড মি সিনেমা।’ একদিকে দুটি ভিন্ন দর্শনের চরিত্রকে একই সাথে সিনেমায় নিয়ে আসা যেমন প্রশংসিত হয়েছে। তেমনি দুটি চরিত্রই অপূর্ণ থেকে গেছে বলে মনে করেন সমালোচকরা
৫ মে মুক্তি পাওয়া এই সিনেমা তৈরিতে খরচ হয়েছে ৫ কোটি রুপি। পরিচালনা করেছেন কামাল মুসালে। এতে মাদার তেরেসা ও কবিতার চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে জেকলিন করনাজ ও বোনিতা সান্ধু।
আইকে