
জাতির পিতাকে নিয়ে অ্যানিমেশন সিনেমা

বঙ্গবন্ধু
১৭ মার্চ ২০২৩, ২১:১৬
এখনটিভি ডেস্ক, এখন টিভি
১৯২০ সালের ১৭ মার্চ জন্ম নেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম ছিল খোকা। বাবা-মা আদর করে খোকা বলেই ডাকতেন। বাল্যকালের বন্ধু এবং সহপাঠীরাও তাকে খোকা নামে চিনতেন। পরবর্তীতে যুবক শেখ মুজিব, বাংলার মানুষের মুক্তির জন্য নিজের জীবন বিপন্ন করে ঢাল হয়ে দাড়িয়েছিলেন শোষকদের বিরুদ্ধে।
১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় কারামুক্তির পরদিন রেসকোর্স ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবকে গণসংবর্ধনা দেয়ার আয়োজন করে। তৎকালীন সভাপতি তোফায়েল আহমেদ তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়। লাখ লাখ জনতা কড়তালি দিয়ে এই প্রস্তাব সমর্থন করে। আর করবেন না কেন... তিনি যে বাঙালির প্রকৃত বন্ধু।
টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকা হয়ে ওঠেন ‘বঙ্গবন্ধু’। এ বিশেষণই হয়ে ওঠে তার চিরায়ত রূপ, সর্বজনস্বীকৃত সম্বোধন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে নির্মিত হয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা’। সিনেমাটি পরিচালনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের প্রফেসর ড. হানিফ সিদ্দিকী।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বগুণ, স্বতন্ত্র দর্শন এবং বহু ত্যাগের বিনিময়ে কিভাবে আদরের খোকা থেকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হয়ে উঠেন তার কাহিনীই ফুটে উঠেছে এই সিনেমাতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ২০২১ সালে ১ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি।
মুলত তাঁর শৈশব থেকে ৫২’র ভাষা আন্দোলন পর্যন্ত সময়কাল আছে ছবিটিতে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর দৃষ্টিতে নিজের পিতাকে কীভাবে দেখেছেন, তাই নিয়েই তিনি বইটি লিখেছেন। আর তার ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। অ্যানিমেটেড সিনেমার মধ্যে ‘মুজিব আমার পিতা’ প্রথম সেন্সর ছাড়পত্রপ্রাপ্ত সিনেমা।
কেএফ