Ekhon TV :: এখন টিভি

`ফিল্মফেয়ার’ ‘কান’ ‘অস্কার’-কার কত দাম?

`ফিল্মফেয়ার’ ‘কান’ ‘অস্কার’-কার কত দাম?

কোন পুরস্কার কত দাম

১৫ মার্চ ২০২৩, ১৮:১০

কানিজ ফাতিমা , এখন টিভি

চলচ্চিত্র জগতের সেরাদের সম্মানিত করতে প্রতিবছর প্রদান করা হয় অ্যাওয়ার্ড। এই সম্মাননা সিনে সংশ্লিষ্টদের কাজের অগ্রযাত্রাকে অব্যাহত রাখে। কিন্তু এই অ্যাওয়ার্ড মানে কী শুধুই একটি ট্রফি? বিশ্বের সম্মানজনক ৫টি অ্যাওয়ার্ড-এর  আর্থিক মূল্য কত?

পর্দায় যেকোনো সিনেমাই দর্শক নন্দিত হয় মূলত পরিচালকের মুন্সিয়ানা, শিল্পীদের ভালো অভিনয় কিংবা সুন্দর চিত্রায়নের মাধ্যমে। একটি চলচ্চিত্রের এমন সব ভালো দিক কিংবা এর সাথে সংশ্লিষ্ট কলাকুশলীদের সম্মানিত করতে দেশে-বিদেশে দেয়া হয় পুরস্কার। কিন্তু পুরস্কার হিসেবে যে ট্রফিটি দেওয়া হয়, তা আসলে কিসের তৈরি? তার দামই বা কত? আবার এর সাথে রয়েছে আর্থিক মূল্য। এমন কৌতূহল হয়তো অনেকের মনেই জাগে।

হিন্দি চলচ্চিত্র জগতের সবচেয়ে প্রাচীন এবং অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড ‘ফিল্মফেয়ার।’ ১৯৫৪ সাল থেকে প্রদান করা হয় এই অ্যাওয়ার্ড। ফিল্মফেয়ার দ্য টাইমস গ্রুপ ম্যাগাজিন সর্বপ্রথম এই অ্যাওয়ার্ড প্রদান করা শুরু করে। ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রায় ৩১টি ক্যাটাগরিতে সেরাদের দেয়া হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। কালো রঙ এর ব্রোঞ্জের তৈরি এই ট্রফির মূল্য ভারতীয় মুদ্রায় ৫৬০ রুপি!

সম্মানজনক অ্যাওয়ার্ডের তালিকায় ৪র্থ স্থানে আছে ‘দ্য গোল্ডেন বেয়ার।’ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ১৯৫১ সাল থেকে এই পুরস্কার প্রদান শুরু হয়। অ্যাওয়ার্ডের ট্রফিটি ভালুকের আদলে তৈরি। যার মূল্য ১৮৫ মার্কিন ডলার। ব্রোঞ্জের তৈরি এই ট্রফিটির উপরের অংশে সোনার প্রলেপ দেয়া। 

১৯৪৭ সালে সর্বপ্রথম আয়োজন করা হয় ‘ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস’ পুরস্কারের। সংক্ষেপে যার নাম ‘বাফটা অ্যাওয়ার্ড।’ ২০০০ সাল থেকে লন্ডনের রয়্যাল অপেরা হাউজে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখোশের আদলে তৈরি ব্রোঞ্জের এই ট্রফির ওজন প্রায় ৪ কেজি। ব্রিটিশ মুদ্রায় এই ট্রফির মূল্য প্রায় ৬০০ পাউন্ড। মোট ২৫টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। সম্মানের নিরিখে ৩য় অবস্থানে রয়েছে এই অ্যাওয়ার্ড। 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও কুলিন চলচ্চিত্রের আসর ‘কান’ চলচ্চিত্র উৎসব। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে বিশ্বের অন্যতম প্রাচীন এই উৎসব। দক্ষিণ ফ্রান্সের কান শহরে প্রতি বছর সাধারণত মে মাসে আয়োজন করা হয় এই উৎসবের। চলচ্চিত্র নির্মাতা ও এর সাথে সংশ্লিষ্টদের সম্মানিত করতে ১৯৫৫ সাল থেকে এই আয়োজনে যুক্ত হয় পুরস্কার প্রদান। প্রায় ১২টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। ক্যাটাগরি অনুযায়ী প্রাইজ মানিও নির্ধারিত হয়। সবচেয়ে মূল্যবান ‘পাম ডি অর’ সম্মাননা। পাতার আদলে তৈরি এই ট্রফি পুরোটাই ১৮ ক্যারেটের সোনায় তৈরি। যার ওজন ১১৮ গ্রাম। অর্থের নিরিখে এর মূল্য প্রায় ১৬ হাজার মার্কিন ডলার। 

বিশ্বজুড়ে চলচ্চিত্র অঙ্গনে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারকে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। ১৯২৯ সাল থেকে শুরু হয় এই পুরস্কার প্রদান। মানব মূর্তির আদলে তৈরি ব্রোঞ্জের ওপর ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো এই ট্রফিটি তৈরিতে সাকুল্যে খরচ পড়ে প্রায় ৪০০ মার্কিন ডলার।

নিলামে উঠলে এসব ট্রফির দাম বেড়ে যায় আরও কয়েকগুণ। তার কারণ হলো এর মর্যাদা। ট্রফি তৈরিতে খরচ যাই হোক না কেন, মর্যাদার নিরিখে মাপতে গেলে এসব ট্রফি একেকটি অমূল্য সম্পদ।  
 

আইকে

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ এখন আনন্দ খবর