Ekhon TV :: এখন টিভি

ভিন্ন ধাচেঁর বিনোদনধর্মী সিনেমাই যেন আমিরের পরিচয়

ভিন্ন ধাচেঁর বিনোদনধর্মী সিনেমাই যেন আমিরের পরিচয়

মিস্টার পার্ফেকশনিস্ট আমির

১৫ মার্চ ২০২৩, ১২:২৭

মো. ইমরান , এখন টিভি

তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অভিনয় করেছেন মাত্র ৫৮ টি সিনেমায়। বেছে বেছে সিনেমা করাই যেন তার স্বভাব। বলছি বলিউডের `মিস্টার পার্ফেকশনিস্ট' আমির খানের কথা। হিন্দি ফিল্ম ইনডাস্ট্রির এই মেগা স্টার এখনো দাপিয়ে বেড়াচ্ছেন বড় পর্দা।   

বলিউডের ব্যবসা সফল তবে ব্যতিক্রম ধারার সিনেমার করার জন্যই তিনি বেশি পরিচিত। তার সিনেমা শুধু ভারতেই নয়, চীনেও হয় ব্লকবাস্টার। কমেডি, জীবনধর্মী কিংবা চরিত্রনির্ভর যেকোনো ছাঁচেই নিজেকে মানিয়ে নেন বলিউডের ‘মিস্টার পার্ফেকশনিস্ট’ আমির খান। 

৮ বছর বয়সে ‘ইয়াদোকি বারাত’ সিনেমায় তাকে প্রথম দেখা যায়। বড় পর্দায় অভিষেক আরো বছর পনেরো পর ১৯৮৮ সালে ‘কায়ামাত সে কায়ামাত তাক’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমা দিয়েই তারকার তকমা লাগে আমিরের গায়ে। 

নব্বইয়ের দশক অভিনেতাদের জন্য ছিল বেশ প্রতিযোগিতাপূর্ণ। এসময় অনীল কাপুর, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমার ও গোবিন্দর পাশাপাশি আমিরকে টেক্কা দিতে হয় সালমান ও শাহরুখের সঙ্গে। তবে শাহরুখের একের পর এক হিট সিনেমার জন্য পুরস্কারের সংখ্যায় পাত্তা পাননি আমির। কিন্তু তাতে কি, বলিউডে বিনোদন নির্ভর সিনেমার যুগে ‘গুলাম’, ‘আর্থ’ ও ‘সারফারশের’ মতো ভিন্নরকমের সিনেমা করে প্রমাণ করেন যে স্রোতে গা ভাসাতে আসেননি তিনি। 

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই আমিরের। বলা হয় কিং খান যে বছর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার জন্য ফিল্ম ফেয়ার জেতেন সে বছর আমির খানও ‘রাঙ্গিলার’ জন্য সেরা অভিনেতার পুরস্কারটি আশা করেছিলেন। এরপর থেকে তিনি আর কোনো সিনেমার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেননি। 

বলিউডে আমির খানের চির প্রতিদ্বন্দ্বি অন্য দুই খান সালমান ও শাহরুখ। এরমধ্যে সালমান খানের সাথে তিনি করেছেন কমেডি সিনেমা ‘আন্দাজ আপনা আপনা।’ শাহরুখের সাথে এখনো কোনো সিনেমা নেই আমিরের। 

বর্ণাঢ্য ক্যারিয়ারে সর্বাধিক হিট সিনেমা দেন এই কিংবদন্তী তারকা। সর্ব প্রথম শতকোটি, হাজার কোটি ও দুই হাজার কোটি রুপি ছাড়ানো সিনেমা আছে আমির খানের ঝুলিতে। ‘দাঙ্গাল’ একমাত্র সিনেমা যেটি চীন থেকেই আয় করে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। 

আমির খান বলিউডের একমাত্র অভিনেতা যিনি মুনাফায় অংশীদারী চুক্তিতে কাজ করেন। অর্থাৎ সিনেমার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। সিনেমা সফল হলে লাভের ৫০ শতাংশ কিংবা এর কমবেশি অর্থ তিনি নিয়ে থাকেন। তেমনই ফ্লপ হলে কোনো অর্থই নেন না এই অভিনেতা। 

তিন দশকের ক্যারিয়ারে মাত্র ৫৮টি সিনেমা করেন আমির খান। মজার বিষয় হলো ২০০০ সালের পর মাত্র চারটি সিনেমাই ফ্লপ হয়েছে আমিরের, বাকি সবগুলো সুপারহিট। ‘লাগান’ সিনেমা ৭৪তম অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পায়। তার হিট সিনেমার মধ্যে ‘রাজা হিন্দুস্তানি’, ‘মান’, ‘রাঙদে বাসান্তি’ ‘গজনী’, ‘তারে জামিন পার’, ‘থ্রি ইডিয়েটস’, ‘পিকে’ ও ‘দাঙ্গাল’ উল্লেখযোগ্য। 

এখন পর্যন্ত সেরা অভিনেতা বিভাগে চারটি ও ‘তারে জামিন পার’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে ১টি ফিল্ম ফেয়ার জেতেন আমির। এছাড়া রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূসণ’ অর্জন করেন এই মেগা স্টার। কিংবদন্তী এই অভিনেতা ভারতের মুম্বাইয়ে ১৯৬৫ সালের ১৪ মার্চ জন্মগ্রহন করেন। 

 

আইকে

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ এখন আনন্দ খবর