
অস্কারে 'এভরিথিং এভরিহোয়্যারের' জয়জয়কার

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর
১৩ মার্চ ২০২৩, ১৬:৩৬
এখন আনন্দ ডেস্ক, এখন টিভি
প্রায় দেড় দশকের ব্যবধানে ফের অস্কারের দুয়ার খুললো ভারতের জন্য। এবারের আসরে সেরা সঙ্গীত আর সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রের দু'টি অস্কার গেছে ভারতের ঝুলিতে। তবে সর্বাধিক সাত ক্যাটাগরিতে অস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছে জার্মান চলচ্চিত্র 'এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স'।
চলচ্চিত্র জগতের সবচেয়ে জমকালো আয়োজন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে রোববার তারার মেলা হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার।
২০১৭ ও ১৮ সালের পর পাঁচ বছরের বিরতিতে তৃতীয়বার অস্কার আয়োজনে উপস্থাপনা করেন মার্কিন উপস্থাপক, কৌতুকশিল্পী, লেখক ও প্রযোজক জিমি কিমেল। গেল বছরের অন্যতম ব্যবসাসফল ছবি টপ গান: ম্যাভারিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্যারাশুটে করে মঞ্চে নেমে আসেন ৫৫ বছর বয়সী উপস্থাপক। হাসি-ঠাট্টায় জমিয়ে তোলেন আসর।
এবারের অস্কারে প্রায় দেড় দশকের মন্দা কেটেছে ভারতের। ২০০৯ সালে প্রখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমানের 'জ্যায় হো' গানের ১৪ বছর পর এ বছর সেরা সঙ্গীতের ক্যাটগরিতে অস্কার জিতে নিয়েছে ভারতের তেলেগু ভাষার সিনেমা আরআরআরে নাতু নাতু গানটি। ১৯২০ সালে ব্রিটিশ উপনিবেশের অধীনে থাকা ভারতের পটভূমিতে নির্মিত আরআরআরে এ লোকোগানটিতে উঠে এসেছে স্থানীয় ঐতিহ্য ও গৌরবগাঁথা। বছরের অন্যতম ব্যবসাসফল ছবি উপহার দেয়ার পাশাপাশি গানটির সঙ্গে নেচে অস্কারের মঞ্চও কাঁপিয়েছেন আরআরআর শিল্পীরা।
ভারতের সঙ্গীতশিল্পী কালা ভৈরব বলেন, স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্নের চেয়ে কম নয়। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে, গেল সাড়ে তিন বছরের যাত্রা, এই গানের রেকর্ডিং, অস্কার পর্যন্ত আমাদের আসা- সবকিছুই যেন এক পরাবাস্তবতা। এ এমন এক যাত্রা, যা কল্পনাতীত ছিল।
স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ক্যাটাগরিতে তামিল ভাষার 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স'-এর জন্য আরও একটি অস্কার এ বছর ঝুলিতে পুরেছে ভারত।
তবে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক, মোট সাতটি ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে 'এভ্রিথিং এভ্রিহোয়্যার অল অ্যাট ওয়ান্স'। ছবিটি পরিচালনা করে সেরা পরিচালকের তকমা জিতেছেন দুই ভাই ড্যানিয়েল শেইনার্ট ও ড্যানিয়েল কোয়ান। প্রথম দক্ষিণ-পূর্ব এশীয় হিসেবে অস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন মালয়েশিয়ান বংশোদ্ভূত মিশেল ইয়োহো। একই সিনেমায় পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে জেমি লি কার্টিজ এবং পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে ভিয়েতনামিজ বংশোদ্ভূত মার্কিন তারকা কি হুই কুয়ানকে জিতিয়েছে তাদের দীর্ঘ ক্যারিয়ারের প্রথম অস্কারটি।
'দ্য হোয়েল' সিনেমায় অভিনয় করে এবারের অস্কারে প্রথমবারের মতো সেরা অভিনেতার তকমা জিতেছেন ৫৪ বছর বয়সী মার্কিন-কানাডিয়ান শিল্পী, ব্রেন্ডান জেমস ফ্রেজার। মেকআপ ও হেয়ারস্টাইলিং ক্যাটাগরিতেও সেরা হয়েছে দ্য হোয়েল।
বিদেশি ভাষাসহ চারটি ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে জার্মান চলচ্চিত্র 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট'। সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে মেক্সিকান নির্মাতা গিলার্মো ডেল তোরোর 'পিনোকিও'; সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম 'দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স'; ভিজ্যুয়াল ইফেক্টে সেরা 'অ্যাভাটার' সিক্যুয়াল; শবযন্ত্রে সেরা 'টপ গান ম্যাভারিক'; সেরা সিনেমাটোগ্রাফির স্বীকৃতি পেয়েছে নেটফ্লিক্স ফিল্ম 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট'।
শান্তিতে নোবেলের মতো এ বছরের অস্কারও যেন বার্তা হয়ে এসেছে রাশিয়ার বিরুদ্ধে। সেরা তথ্যচিত্র হিসেবে পুরষ্কার জিতে নিয়েছে কারাবন্দি রুশ বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির ওপর নির্মিত 'নাভালনি'।
মোট ২৩টি ক্যাটাগরিতে এবারের অস্কারে মনোনয়ন পেয়েছিলেন ২০ জন অভিনেতা-অভিনেত্রী, ৬ জন পরিচালক, ৫৪টি সিনেমা ও আন্তর্জাতিক অঙ্গনের আরও ৫টি সিনেমা।
এফএইচ