Ekhon TV :: এখন টিভি

পারিশ্রমিক বৈষম্য নিয়ে আওয়াজ তুলেছেন যে অভিনেত্রীরা

পারিশ্রমিক বৈষম্য নিয়ে আওয়াজ তুলেছেন যে অভিনেত্রীরা

অভিনেত্রীদের পারিশ্রমিক বৈষম্য

১১ মার্চ ২০২৩, ১৩:৩২

এখনটিভি ডেস্ক, এখন টিভি

বলিউড কিংবা হলিউড, অভিনেত্রীদের পারিশ্রমিক বৈষম্য দীর্ঘদিনের। এ নিয়ে অভিনেত্রীদের মাঝে চাপা ক্ষোভ কাজ করে। বিভিন্নসময় সাক্ষাৎকারে চলচ্চিত্র শিল্পে ব্যাপক পুরুষতান্ত্রিক মনোভাবের কথা তুলে ধরেছেন অভিনেত্রীরা। 
    
প্রিয়াঙ্কা অভিনীত ওই গোয়েন্দা সিরিজ ‘সিটাডেল’। যুক্তরাষ্ট্রে এই গোয়েন্দা সিরিজে পুরুষ সহকর্মীর সমান পারিশ্রমিক পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের এই দেশি গার্ল জানান, দীর্ঘ ২২ বছরের অভিনয় ক্যারিয়ারে এই প্রথম এমনটা হচ্ছে। সাবেক মিস ওর্য়াল্ড প্রিয়াঙ্কা চোপড়ার তালিকায় আছে প্রায় ৫০টির মত হিট সিনেমা। তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। হলিউডেও রয়েছে তার জনপ্রিয়তা। প্রতি সিনেমায় ১৫ থেকে ২৪ কোটি রূপি পারিশ্রমিক নিলেও বলিউডে নায়কদের চাইতে সবসময় পিছিয়ে নারী শিল্পীরা। শুধু তাই নয় বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পরও শুধু গায়ের রং এর কারণে বর্ণবৈষম্যের শিকার হন এই অভিনেত্রী।

 

বলিউডে পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মৌনি রায়ও। তিনি জানান, ‘বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের বৈষম্য আগেও ছিল, এখনও আছে। অভিনেত্রীদের ক্ষেত্রে এই বৈষম্য বেশি চোখে পড়ে’। এ নিয়ে অনেকেই বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ছোট পর্দায় সর্বাধিক পারিশ্রমিক পাওয়া এই অভিনেত্রী জানান, ‘বলিউডের অনেকের মনে এই ধারণা গেঁথে আছে যে, অভিনেতার পারিশ্রমিক সব সময় অভিনেত্রীর চেয়ে বেশি হতে হবে’।

 

ভারতের আরেক জনপ্রিয় অভিনেতা প্রভাস। বহুবলীখ্যাত এই অভিনেতা মুক্তির অপেক্ষায় থাকা আদিপুরুষ সিনেমার জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অপরদিকে এই সিনেমায় সীতা চরিত্রে অভিনয়ের জন্য মাত্র ৩ কোটি পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন। 

 

সম্প্রতি বলিউডে আয়ের রেকর্ড তোলা পাঠান সিনেমাতেও পড়েছে বৈষম্যের কলঙ্ক। সিনেমাতে কিং খান ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিলেও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিয়েছেন মাত্র ১৫ কোটি রুপি।

      সমান পারিশ্রমিকের দাবিতে বিভিন্ন সময় সরব হয়েছেন অভিনেত্রীরা। তবে চিত্রটা তাতে বদলায়নি। উল্টো বেশি পারিশ্রমিক চাওয়ায় বাদ পড়তে হয়েছে অভিনেত্রীদের, এমন নজির প্রচুর রয়েছে বলিউডে। 

     শুধু বলিউড নয়, হলিউডের বাতাসও ভারী হয়েছে বৈষম্যের বিলাপে। 

 

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য ক্রাউন’-এর অভিনেত্রী ক্লেয়ার ফয়। এই সিরিজে তিনি অভিনয় করেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে। তাঁর সহশিল্পী ম্যাট স্মিথ অভিনয় করেন প্রিন্স ফিলিপ চরিত্রে। দুজনের চরিত্রের ব্যাপ্তি ও গুরুত্ব প্রায় সমান। কিন্তু তারপরও প্রতি পর্বের জন্য ৪০ হাজার ডলার পেয়েছেন ফয়। আর ম্যাট স্মিথ তার চেয়ে প্রায় দিগুণ পেয়েছেন বলে জানা যায়। এই সিরিজের সঙ্গে বিষয়টি সমঝোতা করতে এই অভিনেত্রীকে আরও ২ লাখ ৭৫ হাজার ডলার পারিশ্রমিক দেন সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান।   
    

 

পারিশ্রমিকের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন আরেক হলিউড অভিনেত্রী ব্রাইস ডালাস হাওয়ার্ড। ২০১৫ সাল থেকে জুরাসিক ওয়ার্ল্ড ট্রিলজিতে ক্রিস প্র্যাটের সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে, একটি সংবাদ মাধ্যমকে জানান যে, তার সহ-অভিনেতার থেকে ২ মিলিয়ন ডলার কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে তাকে।

কেএফ

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ এখন আনন্দ খবর