Ekhon TV :: এখন টিভি

সুপার মার্কেটে ঘুরে বেড়াচ্ছে ঘোড়া!

সুপার মার্কেটে ঘুরে বেড়াচ্ছে ঘোড়া!

ঘোড়াটিকে দেখে সুপারমার্কেটের ক্রেতারা হতবাক!

০২ মার্চ ২০২৩, ১৫:১২

এখনটিভি ডেস্ক, এখন টিভি

আজকের গুরুত্বপূর্ণ চলতি হাওয়া খবর

সুপারমার্কেটে এলোমেলো ঘুরে বেড়াচ্ছে একটি ঘোড়া। তাকে দেখে সুপারমার্কেটের ক্রেতারা হতবাক! ঘটনা গত ৫ ফেব্রুয়ারির। আর সুপারশপটি ওয়েলসের কার্ডিফে অবস্থিত। 

'আমি স্টোরে আমার স্ত্রীকে খুঁজছিলাম। ওই সময় একটি ঘোড়া আনমনে আমার পাশ দিয়ে চলে যায়।' বলছিলেন স্টোরিফুলের মাধ্যমে ভিডিও ধারণকারী পেরি কার্জন।

তিনি বলেন, কেনাকাটার জন্য মুদি দোকানে গিয়ে আমার দেখা সবচেয়ে মজার ঘটনা এটি।

ফক্সেস ফরইভার টুইটার হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। পরে বিভিন্ন মেইনস্ট্রিম গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ায় এটি পোস্ট করা হয়।

স্থানীয় গণমাধ্যমে জানা যায়, ঘোড়াটি সেখানে কোন ক্ষতি করেনি। তাকে পরে নিরাপত্তারক্ষীরা যত্ন সহকারে সরিয়ে নেন।

এমএস

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ চলতি হাওয়া খবর

আজকের গুরুত্বপূর্ণ চলতি হাওয়া খবর