
কাকলী প্রধানের তিন দিনব্যাপী উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী

১০০টি নদীর তিন দিনব্যাপী উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী চলছে
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১
এখনটিভি ডেস্ক, এখন টিভি
নদীর প্রবাহ বন্ধ হলে জীবন-জীবিকা, পরিবেশ-প্রতিবেশ সবই হুমকির মুখে পড়বে, বন্ধ হয়ে যাবে অর্থনীতির চাকা। তাই সময় থাকতে নদী বাঁচাতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। টেকনাফের দমদমিয়া নৌবন্দরে 'নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও' শিরোনামে ফটো সাংবাদিক কাকলী প্রধানের ১০০টি নদীর তিন দিনব্যাপী উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
টেকনাফসহ দেশের বিভিন্ন নৌপথের নাব্য সমস্যার সমাধানে নদী খনন কার্যক্রম বাড়ানো হবে বলেও জানান তিনি। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিআইডব্লিটিএ নদী রক্ষায় শুধু নজরদারি বা আইন প্রয়োগ করে দায়িত্ব শেষ করছে না, জনসচেতনতা তৈরিতেও কাজ করছে বলে জানান তিনি।
শিশুদের বই প্রকাশক 'ইকরিমিকরি' এর উদ্যোগে ও বিআইডব্লিউটিএ'র সহযোগিতায় উন্মুক্ত এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। টেকনাফ ছাড়াও খুলনা, বরিশাল ও ঢাকায় এ ধরনের আরও তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
একযুগের বেশি সময় ধরে কাকলী প্রধান সাধারণ মানুষের কাছে নদীর বিপন্নতা ও শিশুদের কাছে নদীর রূপ, প্রকৃতি তুলে ধরার জন্য কাজ করছেন। দীর্ঘ এই সময়ে ধারণ করা বিভিন্ন আলোকচিত্র এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। যেখানে উঠে এসেছে নদীর রূপ-সৌন্দর্য, দখল-দূষণ ও অনিবার্যতা।
এএইচ