
নড়াইলে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা

নড়াইলে বাস ধর্মঘট
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৭
নড়াইল প্রতিনিধি, এখন টিভি
নড়াইলে যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগে আটক দুই শ্রমিকের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে নড়াইল জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে চলা ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এর আগে বৃহস্পতিবার রাতে পরিবহন থেকে টাকা তোলার অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) খোকন বিশ্বাস (৫০) ও শাকিব (১৭) নামে দু’জনকে আটক করে।
যাত্রীরা জানান, বাসস্ট্যান্ডে এসে দেখেন বাস বন্ধ রয়েছে। এতে ব্যাপক ভোগান্তি পড়েছেন তারা। বাস বন্ধ থাকায় বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত টাকা দিয়ে যেতে হচ্ছে।
যাত্রী ময়না খাতুন বলেন, ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে স্টান্ডে এসে দেখি বাস বন্ধ, কখন ছাড়বে কেউ বলতে পারে না।
আরিফ হোসেন নামে আরেক যাত্রী বলেন, বাস বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে ইজিবাইকে করে যেতে হচ্ছে।
নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন বলেন, যানবাহন থেকে টাকা তোলার অভিযোগে দুই শ্রমিককে আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে মালিক এবং শ্রমিকরা যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বলেন, শ্রমিকরা দুর্ঘটনার শিকার হলে বা কেউ মারা গেলে আমরা সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিয়ে থাকি। তাদের কল্যাণে নিয়মনীতি মেনে শ্রমিক ইউনিয়ন নিজেদের সমিতিতে অনুদান ও পৌর টোল দিয়ে থাকে। এভাবেই টাকা তোলা হয়। এতে পরিবহন মালিক বা শ্রমিক ইউনিয়নের কোনো অভিযোগ নেই। তবুও পুলিশ আমাদের লোক ধরে নিয়ে গেছে। এর সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
পুলিশ পরিদর্শক (ডিবি) সাজেদুল ইসলাম বলেন, নড়াইল বাস টার্মিনালের সামনে প্রকাশ্যে বিভিন্ন পরিবহন থেকে অবৈধ ভাবে গাড়ি প্রতি ২০০ টাকা করে চাঁদা তোলার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে।
এফএইচ