Ekhon TV :: এখন টিভি

রাশিয়ার জাহাজ বন্দরে ভিড়তে না দেয়ার ইস্যুতে মন্ত্রণালয়ের ব্রিফিং

রাশিয়ার জাহাজ বন্দরে ভিড়তে না দেয়ার ইস্যুতে মন্ত্রণালয়ের ব্রিফিং

বাণিজ্যিক স্বার্থেই নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজ বন্দরে ভিড়তে দেয়নি বাংলাদেশ

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৪

ঢাকা, এখন টিভি

বাণিজ্যিক স্বার্থেই মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজকে বন্দরে প্রবেশ করতে দেয়নি বাংলাদেশ। এর জেরে মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হলেও শুধু জাহাজ ইস্যুতে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলে আশা করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

১২.৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে পাবনার রূপপুরে। এই নির্মাণ ব্যয়ের ১০ শতাংশের অর্থায়ন করছে সরকার, বাকি ৯০ শতাংশ ঋণ হিসাবে দিচ্ছে রাশিয়া।

২০১৭ সালের শেষে কাজ শুরু হওয়ার পর রাশিয়া থেকে জাহাজে করে ধারাবাহিকভাবে প্রকল্পের মালামাল আসতে থাকে। এরই অংশ হিসেবে বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে রুশ জাহাজ উরসা মেজর-র গত ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিলো। তার আগেই যুক্তরাষ্ট্র জানায়, উরসা মেজর মূলত তাদের নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য নামের একটি জাহাজ। যেটি নাম পরিবর্তন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ অবস্থায় জাহাজটিকে মোংলা বন্দরে প্রবেশের অনুমতি দেয়নি সরকার। পরে সেটি পথ পরিবর্তন করে ভারতের একটি বন্দরে গিয়ে মালামাল খালাসের চেষ্টা করে। সেখানেও ব্যর্থ হয়ে জাহাজটি ফিরে যায়।

এর জেরে ২১ ফেব্রুয়ারি মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে ডেকে পাঠায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সে বিষয়ে জানাতে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন জানান, নিজ স্বার্থেই মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজ বন্দরে প্রবেশ করতে দেয়নি বাংলাদেশ।

সেহেলী সাবরিন বলেন, বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সকল দেশের সাথেই সম্পর্ক রাখছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য অনেক বেশি। আমাদের ৮০ শতাংশ এক্সপোর্ট হয় সেদেশে।

তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। সেখানে কিন্তু নির্দিষ্ট কোন জাহাজের কথা বলা হয়নি। সেখানে নিষেধাজ্ঞায় থাকা ৬৯টি জাহাজ কেন বাংলাদেশের বন্দরে ভিড়তে দেয়া হবে না সে সম্পর্কেই তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে।

তবে, রাশিয়াকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শুধু জাহাজ ইস্যুকে ঘিরে দুই দেশের সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়বে না।

'আমাদের বোঝাপড়া এতটাই ভালো যে, আমরা মনে করি না জাহাজের বিষয়টি নিয়েই দুদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে।' বলছিলেন সেহেলী সাবরিন।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। নিষেধাজ্ঞার এ তালিকায় রয়েছে ৬৯টি রুশ জাহাজ। যুক্তরাষ্ট্রের আহ্বানে সে নিষেধাজ্ঞায় সাড়া দিয়েছে বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশ।

এমএস

Advertisement
Advertisement
Advertisement