
ভাষা শহীদদের প্রতি চাঁবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১২
এখনটিভি ডেস্ক, এখন টিভি
শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি
এ সময় উপাচার্য বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় ভাষা আন্দোলনের ভূমিকা অপরিসীম। ভাষার জন্য এমন রক্তদান বিশ্বে নজিরবিহীন। এই দিনটি এখন আর শুধু শোক ও বেদনার দিন নয়; জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সব ভাষার অধিকার প্রতিষ্ঠার এক সর্বজনীন উৎসবের দিন।
উপাচার্য বলেন, ‘একুশে ফেব্রুয়ারি দিনটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাওয়া উচিত।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমএস