Ekhon TV :: এখন টিভি

চুয়াডাঙ্গায় একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা

চুয়াডাঙ্গায় একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা

পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন

২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৯

চুয়াডাঙ্গা, এখন টিভি

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষ। দিবসটির প্রথম প্রহরে চুয়াডাঙ্গা সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার পাদদেশে জড়ো হয় চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষ।

সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয় শ্রদ্ধা জানানো। শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। পুষ্পস্তবক অর্পণের পর সকলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এমএস

Advertisement
Advertisement
Advertisement