Ekhon TV :: এখন টিভি

নদী বেষ্টিত পটুয়াখালী জেলার দ্বীপ উপজেলা রাঙ্গাবালী। একসময় এখানে যোগাযোগ ব্যবস্থা ছিলো না। কেনাকাটার জন্য ভালো বাজার ব্যবস্থাও ছিলো না। এখানকার জনপথ পাল্টেছে মুজিব আমলের 'দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতায়ন' প্রকল্প নিয়ে।

বর্তমানে এই এলাকায় আধুনিক বাজার গড়ে উঠেছে। মার্কেটে মুদি, কাপড়, ইলেকট্রনিক্স থেকে শুরু করে সব ধরনের পণ্য পাওয়া যায়। দিনের পাশাপাশি রাতেও বিদ্যুতের আলোয় বাজার জমজমাট। বিদ্যুতের ছোঁয়ায় সবকিছু হাতের নাগালে পেয়ে সরকার প্রধানের কাছে কৃতজ্ঞ স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিদ্যুতের কারণে তারা ভালো ব্যবসা করতে পারছেন। এমন চর এলাকায় বিদ্যুৎ পাবে তারা আশা করিনি। তাই স্থানীয় ব্যবসায়ীরা খুব খুশি।

শুধু বাজার নয়, ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী, চালিতাবুনিয়া, মেইডুবি, চরমোন্তাজসহ ছয়টি ইউনিয়নের দেড় লাখ মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। এখানকার জীবনযাত্রায় রয়েছে আধুনিকতার ছোঁয়া। কৃষি উৎপাদনে ব্যাপক পরিবর্তন এসেছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলছে, ১ হাজার কিলোমিটার লাইন টেনে এখানে নিশ্চিত করা হয়েছে শতভাগ বিদ্যুতায়ন। এতে এ চরাঞ্চলে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের আশা করছেন তারা।

পটুয়াখালীর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড  নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার শিকদার বলেন, যখন বিদ্যুৎ ছিলো না বাজারে তখন সন্ধ্যা হলে সেখানে কিছু খুজে পাওয়া যেতো না। এখন বিদ্যুতের আলোতে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়েছে।

রাঙ্গাবালীতে ৩০ হাজার পরিবারকে আনা হয়েছে বিদ্যুতের আওতায়। এতে সরকারের খরচ হয়েছে ২০৭ কোটি টাকা।

এসআই

Advertisement
Advertisement
Advertisement