
দর্শনার্থীদের স্মৃতিকাতর করছে আলী মাহমেদের সংগ্রহশালা
আজিজুল সঞ্চয় , এখন টিভি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৬
ছোটবেলায় ব্যবহার করা জিনিসপত্র হঠাৎ যখন চোখের সামনে আসে- তখন স্মৃতিকাতর হয়ে উঠে যে কেউ। সেসব জিনিস ছুলেই চোখে ভেসে ওঠে নানা স্মৃতি। এমন দুর্লভ সব জিনিসপত্রের সংগ্রহশালা গড়ে তুলেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আলী মাহমেদ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বড়বাজার এলাকার আলী মাহমেদের বাড়ির ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখ পড়বে ৩৫ বছরের একটি বনসাই গাছের দিকে। এরপর ঘরে ঢুকতেই চোখ জুড়াবে কয়েক শতাব্দীর প্রাচীন ও দুর্লভ সব জিনিসপত্রে।
তিনতলা বাড়ির প্রতিটি কক্ষ, দেয়াল কিংবা সিঁড়ি- সব দিকেই চোখ জুড়াবে এসব জিনিসপত্র। প্রায় ২৫ বছর আগে পুরনো এসব জিনিসপত্রের প্রতি ঝোঁক তৈরি হয় আলী মাহমেদের। সেই থেকেই সংগ্রহ শুরু করেন তিনি। এখন তার সংগ্রহে আছে কয়েকশ' বছরের পুরনো ফসিল, রাজ প্রাসাদের ইট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সৈনিকের মেডেল।
প্রতিনিয়ত দুষ্প্রাপ্য সব জিনিসপত্র যোগ হচ্ছে আলী মাহমেদের সংগ্রহশালায়। পকিস্তান আমলের পত্রিকা, ১৯৪২ সালের শাড়ি, পুরনো বুলেটের খোসা, রেডিও, টেলিভিশন, দেয়াল ঘড়ি ও কলের গানসহ রয়েছে আরও অনেক কিছু। বিভিন্ন স্থান থেকে এসব জোগাড় করেছেন তিনি।
পুরনো জিনিসপত্র সংগ্রহকারী আলী মাহমেদ এখন টিভিকে বলেন, একটা মানুষের কাছে যত বেশি স্মৃতি থাকবে, সে মানুষটা তত বেশি তরুণ থাকবে, তত বেশি সে এ্যাক্টিভ থাকবে, প্রতিভাবান থাকবে।
তিনি আরও বলেন, আমার সংগ্রহে থাকা এই জিনিসগুলো দেখে কারো চোখ যদি আবেগ ও স্মৃতিতে ভিজে যায়, বাবা-মা'র কথা মনে পড়ে যায় তাহলে এটাই তো আমার সুখ। এটাই আমার আনন্দ। এর চেয়ে আনন্দের কিছু আর হতে পারে না।
সংগ্রহশালায় আছে মুক্তিযুদ্ধের নানা স্মৃতি। বীর প্রতীক এম এ জব্বারের দেয়া গুলির বাক্স, মুক্তিযোদ্ধা জামশেদ শাহ'র ব্যবহৃত ট্রাউজার এবং আগরতলার সাংবাদিক বিকচ কুমার চৌধুরীর কাছ থেকে পাওয়া ১৯৭১ সালের 'বাংলার মুখ' পত্রিকার কপি। এছাড়া পুরনো মডেলের কয়েকটি মোবাইলফোনও নিজের সংগ্রহে রেখেছেন তিনি।
আলী মাহমেদ বলেন, এইটা তো আমার নিজের সম্পদ না। এটা দেশ ও জাতির সম্পদ।
পুরনো জিনিসপত্রের সংগ্রহশালাকে নিজেদের ভিত্তি এবং অনুপ্রেরণা হিসেবে দেখেন তার পরিবারের সদস্যরাও।
আলী মাহমেদ পেশায় ব্যবসায়ী হলেও লেখালেখি তার নেশা। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫টি। এছাড়া ব্লগিংয়ের জন্য জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের পুরস্কারও পেয়েছেন তিনি।
আরএন