
বরিশালে ব্যাংকের নতুন শাখা-উপশাখা খোলার হিড়িক
ফিরদাউস সোহাগ , এখন টিভি
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৯
পদ্মা সেতু চালুর পর বরিশালে ব্যাংকের শাখা ও উপশাখা খোলার হিড়িক পড়েছে। গত ৭ মাসে নতুন করে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২৮টি শাখা ও উপশাখা চালু হয়েছে। তবে আমানত রক্ষায় যথাযথ দায়িত্ব পালনে ব্যাংকের প্রতি আহবান জানিয়েছে গ্রাহকরা। এদিকে ব্যবসা ও শিল্পের প্রসারে বিশেষ ঋণ সুবিধা চালুর দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।
গ্রাহকরা বলেন, শুধু পরিধি বাড়ালেই হবে না, সেবার মানেও নজর দিতে হবে। একইসাথে ব্যাংকগুলোর প্রতিশ্রুতি ও জনসাধারণের আমানত রক্ষা করতে হবে। তাহলেই গ্রাহকের সন্তুষ্টি অর্জন সম্ভব হবে।
এছাড়া সেতু চালুর পর এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। নতুন শিল্প প্রতিষ্ঠান চালুর পাশাপাশি পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎকেন্দ্র হওয়ায় নতুন সম্ভাবনা দেখছে ব্যাংকগুলো। শিল্পায়নের নতুন দিক বিবেচনায় এমন উদ্যোগ বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নথুল্লাবাদ ব্রাঞ্চ ম্যানেজার মো. রিয়াজ উদ্দিন বলেন, ফিজিবিলিটি যাচাই করে এই অঞ্চলে ব্যাংক ম্যানেজমেন্ট নতুন শাখা খুলছে। কেননা এখানে অল্প সময়ের মধ্যে বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে।
এদিকে দিনের পর দিন বরিশালে নতুন উদ্যোক্তার সংখ্যাও বাড়ছে। শিল্পের বিকাশের স্বার্থে বিশেষ ঋণ সুবিধা চালুর দাবি ব্যবসায়ীদের।
অমৃত ফুড প্রোডাক্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক ভানু লাল দে বলেন, ব্যাংকগুলো ব্যবসায়ীদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করলে সেটা ভালো হবে। এতে করে উদ্যোক্তারা বড় ধরনের উদ্যোগ গ্রহণে আগ্রহী হবে।
ব্যাংকগুলোর এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। এতে অর্থনৈতিক লেনদেন আগের থেকে বাড়বে বলেও জানান তাঁরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস বলেন, লেনদেন ও মুনাফার কারণে ব্যাংকগুলোর শাখা খোলা হচ্ছে। এতে করে অর্থনীতির প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে।
এদিকে লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। বরিশালের বাংলাদেশ ব্যাংক শাখার অধীনে ৮ জেলায় বিভিন্ন ব্যাংকের ৭১৫টি শাখা রয়েছে।
এএইচ