Ekhon TV :: এখন টিভি

ভোজ্যতেলের চাহিদা মেটাতে পার্বত্য জেলা বান্দরবানে সরিষার চাষ বেড়েছে। চলতি বছর ৩৭৪ হেক্টর জমি থেকে ১৮০ টন সরিষা উৎপাদনের আশা কৃষি বিভাগের। উৎপাদিত সরিষা প্রতি মণ বিক্রি হয় সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকায়।

বান্দরবানের সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক সরিষার চাষ হয়েছে। অল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় সরিষা চাষে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে। এ বছর জেলায় প্রায় ৪০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে ।

বর্তমানে সরিষার ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা। বীজ রোপণের পর ফসল পেতে সময় লাগে অন্তত ৩ মাস। উৎপাদিত সরিষা প্রতি কেজি বিক্রি হয় ৮০ থেকে ১০০ টাকায়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন ভালো হবে বলে আশাবাদী পাহাড়ের কৃষকরা।

কৃষকরা বলেন, প্রতি বছর আমরা সরিষা চাষ করি। গত বছরের তুলনায় এবার সরিষার ফলন ভালো হয়েছে। আশা করছি, এবার সরিষার ভালো দাম পাওয়া যাবে।

বান্দরবান জেলার কৃষি কর্মকর্তা মো. শাহনেওয়াজ বলেন, আমাদের পক্ষ থেকে কৃষকদের বীজ ও সার দেয়া হয়েছে। এছাড়া দেশে ভোজ্যতেলের যোগান বাড়াতে সব উপজেলায় সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও জানান তিনি।

এএইচ

Advertisement
Advertisement
Advertisement