Ekhon TV :: এখন টিভি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আইএমএফ’র ঋণের প্রথম কিস্তি পাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দেশের অর্থনীতি ভালো। এই ঋণ দেশের জন্য কোনো বোঝা হবে না বলেও মনে করেন তিনি।

বৈশ্বিক সংকটে ভবিষ্যত ও আপদকালীন সমস্যা উত্তরণসহ আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে আইএমএফ, বিশ্বব্যাংক এবং এডিবির কাছে ঋণ চায় বাংলাদেশ সরকার। দীর্ঘ তিন মাস পর গত ৩১ জানুয়ারি ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ দিতে সম্মত হয় আইএমএফ। এর ঠিক তিনদিন পরই ৪৭ কোটি ৬০ লাখ ডলারের প্রথম কিস্তি বৈদেশিক রিজার্ভে যোগ হয়।

আইএমফ’র কাছ থেকে ঋণ পাওয়াকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক মনে করছেন সালমান এফ রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন এর মধ্য দিয়ে প্রমাণ হয়, দেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে।

তিনি আরও বলেন, রিজার্ভই আছে ৩৪ বিলিয়নের উপরে, এটা কোনো সমস্যা হবে না বলে মনে করি।

এএইচ

Advertisement
Advertisement
Advertisement