Ekhon TV :: এখন টিভি

বাড়ির বিষয়ে দুদকের কাছে বিস্তারিত জানতে চায় হাইকোর্ট

যুক্তরাষ্ট্রে ওয়াসার এমডির ১৪ বাড়ির তথ্য জানতে চায় হাইকোর্ট

জাহিদ হাসান , এখন টিভি

০৯ জানুয়ারি ২০২৩, ১৬:২৯

ক্ষমতার দাপট, দুর্নীতি-স্বজনপ্রীতি, বদলি বাণিজ্যসহ অভিযোগের পাহাড় মাথায় নিয়ে টানা ১৪ বছর ঢাকা ওয়াসার এমডির পদে বহাল রয়েছেন প্রকৌশলী তাকসিম এ খান।

এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আলোচিত এই প্রকৌশলীর ১৪টি বাড়ি কেনার তথ্য প্রকাশিত হয়েছে দেশের গণমাধ্যমে। এসব বাড়ি কেনার অর্থের উৎসের সন্ধানে ইন্টারপোলসহ যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও তথ্য বেরিয়েছে।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কয়েকটি গোয়েন্দা সংস্থা তাকসিম এ খানের বাড়ি কেনার বিষয়টি নিয়ে কাজ করছে। যা দুদককে অবহিত করা হয়েছে।

এ অবস্থায় সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করেন দুদকের আইনজীবী। এমন ঘটনা জেনে বিস্ময় প্রকাশ করেন উচ্চ আদালত। পাশাপাশি ১৪টি বাড়ি কেনা নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে আরও তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

ওয়াসার এমডি হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনা কোনো সাধারণ বিষয় না জানিয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এখন টিভিকে বলেন, 'যে অভিযোগ করেছে তাকসিম এ খানের বিরুদ্ধে ১৪টি বাড়ি সংক্রান্ত, সেটা কী অবস্থায় রয়েছে সেটা হাইকোর্টকে জানাতে বলেছে। সেই হিসেবে আমরা দুদককে জানিয়ে দিয়েছি। আমরা আশা করছি, ১৫ দিনের মধ্যে দুদকের অভিযোগ যে যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে সেটা সর্বশেষ কী অবস্থায় আছে সেটা আশা করি হাইকোর্টকে আমরা জানাতে পারবো।'

নিউইর্য়কে ৫৩৫ কোটি টাকা, লস অ্যাঞ্জেলেসে ২০১৯ সালে ৭০ কোটি ও ৫৪ কোটি মূল্যমানের আরো দুটি বাড়ি কিনেছেন ওয়াসার এমডি তাকসিম এ খান। ১৪টি বাড়ির ছবি, ঠিকানা এবং কখন কোন বাড়ি কেনা হয়েছে, এসব তথ্য সংবাদে উঠে আসলেও আদালত দুদকের কাছে তা বিস্তারিত জানতে চেয়েছেন।

এছাড়া প্রকল্পের ব্যয় বাড়ানো, ঠিকাদার নিয়োগে সিন্ডিকেট, ঘুষ লেনদেন, অপছন্দের লোকজনকে ওএসডি করে রাখার মতো গুরুতর অভিযোগ তাকসিম এ খানের বিরুদ্ধে বেশ পুরনো। গত বছরের ২৫ আগস্ট ওয়াসা এমডির সব ব্যাংক হিসেব তলব করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। এছাড়া দুইটি মামলার তদন্ত করছে দুদক।

আরএন

Advertisement
Advertisement
Advertisement