Ekhon TV :: এখন টিভি

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটে ১.৬৭ টাকা বাড়ানোর প্রস্তাব

এখনটিভি ডেস্ক, এখন টিভি

০৯ জানুয়ারি ২০২৩, ১৫:৩০

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি গড়ে ১ টাকা ৬৭ পয়সা বাড়াতে চায় বিতরণ কোম্পানিগুলো। তবে এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি কমিটির সুপারিশ ১ টাকা ২১ পয়সা বাড়ানোর।

গণশুনানিতে বিইআরসির চেয়ারম্যান বলেছেন, জনস্বার্থ বিবেচনায় রেখেই দাম সমন্বয়ের আদেশ দেয়া হবে। একই সঙ্গে ভোক্তাদের অভিযোগ আমলে নিয়ে ১৫ জানুয়ারি পুনরায় প্রতিবেদন দিতে বিদ্যুত বিতরণ কোম্পানিকে নির্দেশ দেয়া হয়েছে।

গত বছর ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম প্রায় ২০ শতাংশ বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। এরপর খুচরা পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করে বিতরণ প্রতিষ্ঠানগুলো।

বিদ্যুত বিতরণ সংস্থাগুলোর দাবি, ২০২০ সালের পর খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়েনি। এ সময়ে পাইকারিতে দাম বাড়ানোসহ নানা কারণে তাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাই দাম বাড়ানোর বিকল্প নেই। দেশের ৬টি বিতরণ সংস্থার মধ্যে সর্বোচ্চ ২৭ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে ডিপিডিসি।

বিদ্যুত বিতরণ সংস্থাগুলোর আবেদন কারিগরি কমিটিতে মূল্যায়ন শেষে রোববার গণশুনানির আয়োজন করে বিইআরসি। শুনানিতে সব কোম্পানি দাম বাড়ানোর ব্যাপারে যুক্তি দিলেও মানসম্মত সেবার ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারেনি।

ডিপিডিসির নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা বলেন, বিদ্যুতের যেইটুকু ঘাটতি আমরা ততটুকুই চেয়েছি। সেটা হলো ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১৫০০ কোটি টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ২৪০০ কোটি টাকা।

তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি কমিটি সাড়ে ১৫ শতাংশ দাম বাড়ানোর সুপারিশ করেছে। এর ফলে বিদ্যুতের বর্তমান গড়মূল্য ৭ টাকা ২ পয়সা থেকে ১ টাকা ২১ পয়সা বেড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দাঁড়াবে ৮ টাকা ২৩ পয়সা।

তবে দাম বাড়াতে বিদ্যুত বিতরণ সংস্থাগুলোর প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ক্যাবের উপদেষ্টা শামসুল আলম বলেন, ঐতিহ্যগতভাবে প্রস্তাব দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে রাজস্ব আদায়ের প্রবণতা ছিলো সংস্থাগুলোর। সেই ধারা এখনও আছে।

বিইআরসির চেয়ারম্যান বলেন, জনস্বার্থ বিবেচনায় রেখে বিদ্যুতের দাম সমন্বয়ের আদেশ দেয়া হবে। কোম্পানিগুলোর ভোক্তা সেবা আরও বাড়ানো উচিত। শুনানিতে ভোক্তাদের অভিযোগ ও কমিশনের সংশোধনী আমলে নিয়ে বিতরণ কোম্পানিকে ১৫ জানুয়ারির মধ্যে নতুন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সরকার ভর্তুকি দেবে কি না তা ৪ দিনের মধ্যে জানাতে পিডিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, আয়-ব্যয়ের দিক থেকে বিশ্বমানের থেকে পিছিয়ে নেই বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। তাই সেবার মান বাড়াতে হবে। এছাড়াও, ১৫ জানুয়ারির মধ্যে নতুন প্রতিবেদন জমা দেওয়ার আগে  যদি কোনও মন্তব্য বা বক্তব্য থাকে তাহলে সে সম্পর্কে একটি লিখিত আবেদন জমা দেবার সুযোগ রয়েছে।

সাধারণত গণশুনানি শেষে ৯০ কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে থাকে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশের কিছু বেশি বাড়িয়েছিলো সংস্থাটি।

এসআই

Advertisement
Advertisement
Advertisement