
ওষুধের দাম বাড়তি
শীতে ঠান্ডাজনিত রোগ বাড়ছে শিশুদের

ঠান্ডাজনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে
০৮ জানুয়ারি ২০২৩, ১৬:৫৭
জাবেদ আবদুল্লাহ , এখন টিভি
রাজধানীতে শিশুদের ঠান্ডাজনিত রোগ বাড়তে শুরু করেছে। ওষুধের চড়া দামের সঙ্গে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচও বেড়েছে। চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের।
চার বছরের আলিফ নিউমোনিয়ায় আক্রান্ত। মা শারমিন আক্তার দিন দুয়েক আগে সন্তানকে নিয়ে আসেন ঢাকা শিশু হাসপাতালে। এখন ছেলের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
শারমিন বললেন, বাচ্চার ওষুধের দাম বেড়েছে। আবার পরীক্ষা-নিরীক্ষার খরচও বাড়তি।
হাসপাতালের ওয়ার্ডে শয্যার চেয়ে এখন রোগীর সংখ্যা বেশি। উপায় না পেয়ে হাসপাতালের বারান্দাতেই চিকিৎসা নিতে হচ্ছে অনেককে।
এক অভিভাবক বলেন, কয়েকদিনের ঠান্ডায় বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। ওষুধ কিনেছি, হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার খরচ বেশি মনে হচ্ছে।
চিকিৎসকরা বলছেন, অভিভাবকদের সচেতনতার অভাবে শিশুরা দ্রুত নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। শিশুদের গরম কাপড় ব্যবহার ও বাইরে কম নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। আর গত কয়েকদিনে শিশুদের এসব রোগ বেড়ে যাওয়ায় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতালের অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান বলেন, এখন শীতকালীন ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি। সবমিলিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে।
এছাড়া প্রাপ্তবয়স্করা নানা রোগে আক্রান্ত হলে তাদের সংস্পর্শে এসে শিশুরাও আক্রান্ত হচ্ছে বলে জানান চিকিৎসকরা।
এএইচ