Ekhon TV :: এখন টিভি

শীতের তীব্রতার সঙ্গে বেড়েছে হিটার, ওভেন, গিজারসহ বেশকিছু ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা। বাণিজ্যমেলায় এসব পণ্যের স্টলে ভিড় করছেন ক্রেতারা।

ঠাণ্ডা পানিতে গোসল, বার বার খাবার গরম করার ঝামেলা! জীবনকে সহজ করতে এসব কাজে তাই বেড়েছে ইলেকট্রিক যন্ত্রের ব্যবহার। সময়ের সাথে রান্নাঘর আর গৃহস্থালির নানা কাজে ধীরে ধীরে জায়গা করে নিয়েছে ইলেকট্রনিক্স পণ্য। শীতের তীব্রতার সঙ্গে এসবের চাহিদাও বেড়েছে বেশ।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আসা দর্শনার্থীদের বেশ আগ্রহ এসব পণ্য ঘিরে। তাই অন্যান্য পণ্যের পাশাপাশি ঢুঁ মারছেন ইলেকট্রনিক্স পণ্যের দোকানে। খোঁজ নিচ্ছেন রুম হিটার, গিজার বা মাইক্রোওয়েভ ওভেনের ব্যাপারে।

কারো দরকার দ্রুত পানি গরম করার ইলেকট্রিক কেটলি বা ওয়াটার হিটার, কারো প্রয়োজন চুল শুকোনোর হেয়ার ড্রায়ার, সবই মিলছে মেলায়।

ক্রেতারা বলেন, শীতে ইলেকট্রিক পণ্য সহজে ব্যবহার করা যায়। আর যেকোনো খাবারও গরম করে খাওয়া যায়।

মেলায় বরাবরই ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা বেশি থাকে বলছেন বিক্রেতারা। শীতের তীব্রতা আরও বেশ কিছুদিন থাকলে প্রয়োজনীয় এসব ইলেকট্রনিক্স পণ্যের চাহিদাও বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা।

এএইচ

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ দেশে এখন খবর