
ড. ইউনূসের পক্ষে বিশ্বনেতাদের বক্তব্যে প্রবাসীদের নিন্দা

ড. ইউনূস
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৪
এখনটিভি ডেস্ক, এখন টিভি
ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিশ্বনেতাদের খোলা চিঠির নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারি প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করছেন এমন কয়েকজন নাগরিক এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ঘটনাটি সম্পূর্ণভাবে না বুঝে এই বিবৃতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠিতে স্বাক্ষরকারিরা বাংলাদেশের সার্বভৌমত্বকে নির্লজ্জভাবে আক্রমণ করেছে। ৩০ লাখ শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মাধ্যমে এই সার্বভৌমত্ব অর্জিত হয়েছে।
নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে অর্থপাচার, কর ফাঁকি, শ্রম অধিকারের অপব্যবহারের অভিযোগ করেছে বাংলাদেশের স্বাধীন দুর্নীতি দমন কমিশন-দুদক। এই মামলা এখনো বিচারাধীন। এটা দুর্ভাগ্যজনক যে, খোলা চিঠিতে যারা সই করেছেন তাদের অনেকেই আইন ও প্রশাসনের শাসনের সঙ্গে যুক্ত, তারপরও তারা ড. ইউনূসের বিরুদ্ধে মামলার গুরুত্ব বিবেচনা না করেই নিজেদের সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা ড. ইউনূসের অসদাচরণ অনেক বছর ধরে পর্যবেক্ষণ করছি। আবার জনসংযোগ ও প্রচার ব্যবহার করে ড. ইউনূস যে প্রতারণা করেছে সে বিষয়েও আমরা সচেতন। তবে, মার্কিন নাগরিক হিসেবে আমরা এ নিয়ে কখনো অভিযোগ করিনি।’ খোলা চিঠিতে সাক্ষরকারীরা ড. ইউনূসের প্রতারণার শিকার হতে পারে বলেও মন্তব্য করেন তারা। বলেন, ‘এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে, স্বাক্ষরকারিরা শুধুমাত্র ড. ইউনূসের বিচার চেয়ে থামেননি। তারা নির্বাচনী প্রক্রিয়া, আইনের শাসন এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলছেন।’
বিবৃতিতে জানানো হয়, ‘‘এটা খুব স্পষ্ট যে, খোলা চিঠিতে অংশগ্রহণকারিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে নিজেদের সুনামকে কলঙ্কিত করেছে। তারা ড. ইউনূসের বিরুদ্ধে করা মামলার বিচার প্রক্রিয়া ‘নিরপেক্ষ বিচারকদের’ অধীনে করার আহবান জানিয়েছেন যা পুরো বিচার ব্যবস্থাকে অবমূল্যায়ন করেছে। এটি একটি সার্বভৌম জাতির মাননীয় বিচারকদের ওপর নির্লজ্জ আক্রমণ।’’
বিবৃতিতে প্রবাসীরা জানান, ‘উন্নয়ন, গণতন্ত্র আর মানবাধিকারের ক্ষেত্রে গত ১৫ কিংবা ২০ বছরের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি এখন অনেক ভালো। দেশের উন্নয়নের সাফল্য, জীবনমান উন্নয়ন এবং নারীর কর্মসংস্থান ইস্যুতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। এটি বিশ্বজুড়ে বিশেষ করে উন্নত বিশ্বে স্বীকৃত।’
প্রবাসীরা ১৭ কোটি বাংলাদেশির প্রতি শ্রদ্ধা জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষরকারিদের সেই বিবৃতি প্রত্যাহারের দাবি জানান।
আকন