Ekhon TV :: এখন টিভি

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কয়েকজন বিশ্বনেতার খোলা চিঠির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি। শুক্রবার এক বিবৃতিতে প্রতিবাদ জানায় তারা। 

বিবৃতিতে বলা হয়, ‘কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সম্মানিত সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি খোলা চিঠি দিয়েছেন। তারা সেখানে বাংলাদেশের শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনূস-এর বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানান।’

তারা যে তথ্যের ওপর ভিত্তি করে এই চিঠি দিয়েছেন তা সঠিক নয় বলে বিবৃতিতে  জানানো হয়। বলা হয়, ‘প্রকৃত সত্য জানলে তারা এই চিঠি দিতেন না। এই চিঠি দেওয়ার মধ্য দিয়ে তারা একদিকে যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অযাচিতভাবে হস্তক্ষেপ করছেন, অন্যদিকে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার অপপ্রয়াস চালাচ্ছেন।’ 

বিশ্বনেতাদের কাছে এটি ‘অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত’ বলে উল্লেখ করেন আইনজীবীরা। বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের অধিকার না দেওয়া, ট্যাক্স ফাঁকি ও অন্যান্য বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।’ এসব মামলার ন্যায়বিচারের দাবি জানান আইনজীবীরা। 

বিবৃতিতে বলা হয়, ‘বার এসোসিয়েশন মনে করে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়েই এ বিচারকাজ চলছে। কোনো পর্যায়ে ড. ইউনূস যদি সংক্ষুব্ধ হন, তাহলে তার আইনি প্রতিকার বাংলাদেশের প্রচলিত আইনেই রয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলা সরকার দায়ের করেনি, অধিকার বঞ্চিত শ্রমিকরাই তাদের অধিকার আদায়ের জন্য এ মামলা করেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। বিচারকরা স্বাধীন এবং নিরপেক্ষভাবেই তাদের দায়িত্ব পালন করছেন। এই প্রক্রিয়ায় কারও হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এই সংবিধান অনুযায়ী কেউ আইনের ঊর্ধ্বে নয়। শ্রমিকরাও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।’

আকন

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ দেশে এখন খবর