Ekhon TV :: এখন টিভি

ব্রাহ্মণবাড়িয়ায় কাঠ বাজারে সপ্তাহে বিক্রি ১২ কোটি টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় কাঠ বাজারে সপ্তাহে বিক্রি ১২ কোটি টাকা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ কাঠ বাজার

২৫ মে ২০২৩, ২১:২০

এখনটিভি ডেস্ক, এখন টিভি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজারে প্রায় ১২ কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য কেনা-বেচা হয়। যার মধ্যে অর্ধকোটি টাকার বেশি কাঠের ব্যবসা হয়। মূলত কাঠের বাজার শতাব্দী প্রাচীন মাওলাগঞ্জ বাজারকে দিয়েছে আলাদা পরিচিতি।

বাজারটি ৫০বছরেরও বেশি সময় ধরে কাঠের ব্যবসা হচ্ছে। দেশের বাইরে থেকে আমদানি করা বিভিন্ন ধরনের কাঠ পাওয়া যায়। এ কারণে প্রতিনিয়ত বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা এখানে কাঠ কিনতে ভিড় জমান।

প্রায় ১০০টি কাঠের দোকান রয়েছে মওলাগঞ্জ বাজারে। প্রতি হাটবারে এসব দোকানে কেনাবেচা হয় ৫০ থেকে ৬০ লাখ টাকার কাঠ। তুলনামূলক সাশ্রয়ী দাম হওয়ায় খুশি ক্রেতারা।

বাজারের ক্রেতারা জানান, এ বাজারে অনেক ধরনের কাঠ পাওয়া যায়। তাই ক্রেতা কাঠের মান দেখে কেনার সুযোগ পান। তাই তারা এখান থেকে কিনেছে।

শুধু কাঠ নয়, চোখে পড়বে বাহারি সব নিত্যপণ্যের সমাহার। গবাদি পশু, শুঁটকি এবং বিভিন্ন খাবার সামগ্রী, জামা-কাপড়সহ বিভিন্ন পণ্য মিলে এ বাজারে। এছাড়া হাসিল কম হওয়ায় বাজারে পশু কেনাবেচাও হয় কোটি টাকার বেশি।

প্রতি রোববার জমজমাট থাকে মাওলাগঞ্জ বাজার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা। এদিন অন্তত ১২ কোটি টাকার বিভিন্ন পণ্য কেনাবেচা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ বাজারের ইজারাদার নাজমুল হোসেন বলেন, গ্রাহকদের সেবা দিতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এছাড়া অনেকে এ বাজার থেকে কাঠ কিনে অন্যত্র বিক্রি করেন।

বাঞ্ছারামপুর পৌরসভার পাশে প্রায় ৬০ বিঘা জায়গাজুড়ে বিস্তৃত মাওলাগঞ্জ বাজারটি প্রতি অর্থবছর ইজারা দেয় উপজেলা প্রশাসন। সরকারের রাজস্ব আয়েরও অন্যতম খাত এই বাজার।

এসআই

Advertisement
Advertisement
Advertisement