
প্রথম দিনে বিমানের ৫টি ফ্লাইটে হজযাত্রী ২,০৯৫
নাঈম আবির , এখন টিভি
২১ মে ২০২৩, ১৬:১১
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ৪১৫ হজযাত্রী নিয়ে রোববার ভোর ৩টা ২০ মিনিটে জেদ্দার উদ্দেশে রওনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথম দিনে মোট ৫টি ফ্লাইটে ২০৯৫ হজযাত্রী পরিবহন করবে।
হজ ফ্লাইট উদ্বোধন করতে এসে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘রোড টু মক্কা’র সুবিধা পাচ্ছে বাংলাদেশ।'
আশকোনা হজ ক্যাম্পে রাত যত বাড়ে ততই ব্যস্ততা বাড়তে থাকে। অনেক জনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বোর্ডিং পাস নিতে, কেউ বা ইমিগ্রেশনে।
শেষ মুহূর্তে হজযাত্রীরা দেখে নিচ্ছেন মালামাল। কেউবা প্রিয়জন থেকে বিদায় নিচ্ছেন । পুরো ব্যস্ততা হজের প্রথম ফ্লাইট ধরতে।
প্রথম ফ্লাইটের যাত্রীরা ক্যাম্পে এসেছেন আরও দিন দুয়েক আগে। ক্যাম্পের সেবায় খুশি তারা৷ খুশি প্রথম ফ্লাইটের যাত্রী হতে পেরে।
হজ যাত্রীরা জানান, প্রথম ফ্লাইট পেয়ে যাত্রীরা অনেক খুশি। এবং হজ ক্যাম্পের সার্বিক সেবা পেয়ে সকলে সন্তুষ্ট।
রোববার প্রথম দিনে বিমানের ৫টি ফ্লাইট রয়েছে। এই জাতীয় পতাকাবাহী এয়ারলাইন প্রায় ২ হাজার যাত্রীর চাপ ভালোভাবে সামলাচ্ছে।
হজ ক্যাম্পের স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বলেন, 'আমাদের হজ ক্যাম্পের প্রস্তুতি সুষ্ঠু রয়েছে । এবং ৬২ হাজার হজ যাত্রীকে বিমান সেবা প্রদানের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুত রয়েছে।'
প্রথম ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন অতীতের ভুলত্রুটি শুধরে নতুন করে শুরু হবে চলতি বছরের হজযাত্রা।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল ইসলাম বলেন, বিগত বছরগুলোতে হজ সেবায় আমরা ভালো সেবা দিতে সফল হয়েছি। একইভাবে এ বছর আমরা আগের ভুলগুলো কাটিয়ে সফলভাবে হজযাত্রীদের সেবা করব।'
আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন রোড টু মক্কার সুফল পাচ্ছে বাংলাদেশ।
রবিবার ৩.২০ মিনিটে ৪১৫ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাওয়া ফ্লাইটটি জেদ্দামুখে রওনা দেয়া বিশ্বের প্রথম হজ ফ্লাইট।
এসআই