Ekhon TV :: এখন টিভি

৩৫ হাজার মেট্রিকটন উৎপাদনের আশা নিয়ে চুয়াডাঙ্গায় শুরু হলো বাণিজ্যিকভাবে আম সংগ্রহ মৌসুম। রোববার (১৪ মে) সকালে চুয়াডাঙ্গার আদর্শ সরকারী মহিলা কলেজ পাড়ায় মহলদার আম বাগানে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের মাধ্যমে এ আম সংগ্রহ মৌসুম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

তিনি বলেন, আম প্রকৃতির নিয়মেই পাকে। অপরিপক্ক আম পেড়ে বাজারে বিক্রি করে চুয়াডাঙ্গার আমের সুনাম যেন নষ্ট না হয় সে কারনে আম সংগ্রহের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রকারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা। 

তিনি বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৭৪০ হেক্টর, আলমডাঙ্গা উপজেলায় ২৮০ হেক্টর, দামুড়হদা উপজেলায় ৭৯৫ হেক্টর ও জীবননগর উপজেলায় ৬৫০ হেক্টর আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে চুয়াডাঙ্গায় আমের আবাদ হয়েছে। এ মৌসুমে প্রায় ৩৫ হাজার মেট্রিকটন আম উৎপাদনের সম্ভবনা রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীন শাহনেয়াজ রাব্বি, চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি কুদ্দুস মহলদার, সাধারণ সম্পাদক আবুল কালাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বসসহ অন্যান্যরা।  

এফএইচ

Advertisement
Advertisement
Advertisement