Ekhon TV :: এখন টিভি

কাপ্তানবাজারে আগুনে পুড়েছে সুইপার কলোনি

ক্ষতিগ্রস্ত হানিফ ফ্লাইওভারের একাংশ

ঢাকা, এখন টিভি

২৭ মার্চ ২০২৩, ১৪:১৪

রাজধানীর কাপ্তানবাজারে জয়কালী মন্দিরের কাছে আগুনে পুড়ে গেছে পরিচ্ছন্নতা কর্মীদের ২০টি ঘর। সে সাথে আগুন তাপে মারা গেছে কয়েক লাখ টাকার মুরগি। ফায়ার সার্ভিস বলছে ৩ জন আহত হওয়ার পাশাপাশি, ক্ষতিগ্রস্ত হয়েছে হানিফ ফ্লাইওভারের একাংশ। 

হানিফ ফ্লাইওভারের নিচে মধ্যরাতে মুরগি নিয়ে ব্যবসায়ীদের ব্যস্ততা নিত্যদিনের। তবে সোমবার (২৭ মার্চ) রাতের তাড়া মুরগীর বেচা বিক্রির জন্য নয়। বরং আগুন থেকে মুরগির জীবন বাঁচাতে।

সোমবার রাত ৩ টার কিছু পরে আগুনের সূত্রপাত। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। কিন্তু ততক্ষণে আগুনের তাপে ও চাপা পড়ে মারা গেছে অনেক মুরগি। ব্যবসায়ীরা বলছেন ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকা।

মুরগি রাখার অস্থায়ী ঘর ছাড়াও ফ্লাইওভারের নিচে ছিলো সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ঘর। সেখানে থাকা ৪০ টি ঘরের মধ্যে পুড়ে গেছে ২০ টি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।

ঘুমন্ত স্বজনদের খোঁজে অনেকে ছুটে এসেছেন। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠে চারপাশ।

ফায়ার সার্ভিস বলছে আহত হয়েছেন ৩ জন। সে সাথে ক্ষতিগ্রস্ত হয় হানিফ ফ্লাইওভারের একাংশ। দুর্ঘটনা এড়াতে ফ্লাইওভারের নিচে বসতি সরানোর পরামর্শ তাদের।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপালেশন ও মেইন্টেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আনুমানিক ২০টি ঘড় পুড়ে যায়, যার সব গুলোই ছিলো টিনশেডের তৈরি। 

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের কারণে মেয়র হানিফ ফ্লাইওভারের পিলার ও কংক্রিটের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।  তবে ফ্লাইওভারের নিচে এভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নিতে হবে। নইলে ভবিষ্যতে এ রকম ঝুঁকি বাড়তেই থাকবে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রায় ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

এফএইচ

Advertisement
Advertisement
Advertisement