Ekhon TV :: এখন টিভি

ইফতার, সাহরির পাশাপাশি হোটেল-রেস্তোরাঁয় রয়েছে নানা আয়োজন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অনেকে পরিবার ও বন্ধুদের নিয়ে পুরান ঢাকায় সাহরি খেতে আসেন। তবে প্রথম দিনে হোটেলে তেমন ভিড় ছিলো না।

গত কয়েক বছর ধরে রাজধানীতে পরিবার-বন্ধুদের সঙ্গে বাইরে খাওয়ার প্রবণতা বেশ চোখে পড়ার মতো। এ কারণে হোটেল-রেস্তোরাঁগুলো ইফতার ছাড়াও নানা ধরনের খাবারের আয়োজন করে থাকে।

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার,বংশাল, রায় সাহেব বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিবারের মতো এবারও সাহরির আয়োজনে প্রস্তুত হোটেল-রেস্তোরাঁগুলো। তবে প্রথম সাহরি হওয়ায় হোটেল-রেস্তোরাঁয় তেমন ভিড় নেই।

ব্যবসায়ীরা জানান, রমজান শুরু হওয়ায় কোনো হোটেল-রেস্তোরাঁয় তেমন ভিড় নেই। এ কারণে বিক্রি কম। তবে ১০ দিন রোজা রাখার পর বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা।

একটি মধ্য-পরিসরের হোটেল প্রতিদিন গড়ে ২০ হাজার  থেকে ৩০ হাজার টাকা বিক্রি করে, যা মাস শেষে দাঁড়ায় ৬ থেকে ৭ লাখ টাকা।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অনেকে সাহরি উপভোগ করতে পুরান ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় আসেন। সবাইমিলে একসাথে সাহরি করতে পেরে খুশি।

রোজা মানুষকে সংযমী করে তোলে। তাই  সুখী, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়তে রমজান মাসের শিক্ষা সর্বত্র ছড়িয়ে পড়ুক এটাই ক্রেতা-বিক্রেতা সকলের প্রত্যাশা।

এসআই

Advertisement
Advertisement
Advertisement