Ekhon TV :: এখন টিভি

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি সক্ষমতা এখন প্রতি মিনিটে ৫ লাখ। যেটা গতবার ছিলো ৩০ থেকে ৫০ হাজার। সহজ কর্তৃপক্ষের এমন দাবির প্রেক্ষাপটে এ বছর ঈদের আগাম টিকিট অনলাইনে বিক্রির ঘোষণা দিলেন রেলমন্ত্রী। কাউন্টারের হুড়োহুড়ি, ভোগান্তি কমাতে এই ব্যবস্থা জানিয়ে রেলমন্ত্রী ঈদযাত্রায় রেলওয়ের পরিকল্পনা তুলে ধরলেন। ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৭ এপ্রিল। ফিরতি টিকিট বিক্রি ১৫ এপ্রিল।

ঈদ যাত্রার সোনার হরিণ টিকিট পেতে কমলাপুর রেলষ্টেশনে কারো ২৪ ঘণ্টা, কারো ৪৮ ঘণ্টার এমন অপেক্ষার চিত্র চিরচেনা। তারপরও মেলেনা কাঙ্ক্ষিত টিকিট। ভোগান্তি কমাতে বেশ কয়েকবছর ধরে অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি শুরু হলেও আছে নানা অভিযোগ। একসঙ্গে বেশি মানুষ অনলাইনে ঢোকার চেষ্টা করায় সার্ভার হ্যাংসহ কালোবাজারির অভিযোগও বিস্তর।

এমন অবস্থায় এবারের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রির দিন ঘোষণা করেন রেলমন্ত্রী। জানালেন সাত এপ্রিল থেকে অনলাইনে মিলবে টিকিট। কাউন্টার থেকে দেয়া হবে না।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, চাহিদার তুলনায় আমাদের সীমিত আসন সংখ্যার কারণে আমরা সবাইকে টিকেট দিতে পারি না। আমরা সারা বছরব্যাপী চেষ্টা করি, ঈদের এই সময়টাতে এসে যেন আমাদের সব অর্জন নষ্ট হয়ে যায়। এসব বিবেচনা করে যাত্রী সেবা আরো বেশি সহজ করার লক্ষ্যে আমরা এবার ঈদের ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করবো।

টিকেট বিক্রির প্রতিবারের অভিযোগ কালোবাজারি আর অনলাইন সার্ভার হ্যাং হওয়া। এবারও কি ঘটবে এমন? গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে সার্ভার ক্যাপাসিটি বাড়ানো হয়েছে বলে দাবি করলেন মন্ত্রী।

তবে নির্ধারিত দিনের সকল টিকেট বিক্রি শেষে বরাদ্দকৃত শোভন শ্রেনীর মোট আসনের ২৫ শতাংশ টিকেট যাত্রার দিনে যাত্রীরা কিনতে পারবেন, কাউন্টার থেকেই।

এবারের ঈদে বরাবরের মতোই থাকছে ৯ জোড়া বিশেষ ট্রেন। নিয়মিত ও বিশেষ ট্রেন মিলে ২৬ হাজার যাত্রী পরিবহনের সক্ষমতা আছে রেলওয়ের। এদিকে ঈদ উপলক্ষে বাংলাদেশ- ভারত মিতালি এক্সপ্রেস বন্ধ থাকবে ১৮ থেকে ২৭ এপ্রিল, আর মৈত্রী এক্সপ্রেস ট্রেনও চলবে না ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত।

এফএইচ

Advertisement
Advertisement
Advertisement