
ঈদুল ফিতরে ট্রেনের টিকিট কাটার সূচি

বাসায় বসেই টিকিট কাটার সুবিধা
২২ মার্চ ২০২৩, ১৮:৪৭
এখনটিভি ডেস্ক, এখন টিভি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হবে ৭ এপ্রিল, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। অগ্রিম ও ফিরতি যাত্রার সকল টিকেট শুধু অনলাইনে বিক্রি হবে।
আজ বুধবার (২২ মার্চ) দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এবারের ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, কমলাপুরে গিয়ে টিকিটের জন্য যাত্রীদের যেন ঘুরতে না হয় এবং তারা যেন বাসায় বসে টিকেট কাটতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এবার ঈদুল ফিতর উপলক্ষে ৯ জোড়া স্পেশাল ট্রেন চলবে। ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য ট্রেনের মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি। এছাড়া ঢাকা/জয়দেবপুর থেকে তিনটি স্পেশাল ট্রেনের আরও তিন হাজার আসনের টিকেট বিক্রি হবে।
ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় (বাংলাদেশ- ভারত রুটে) মিতালি এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত। এসময় শুধুমাত্র বন্ধন এক্সপ্রেস চালু থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের চাঁদ দেখার ওপরে নির্ভর করে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ডে অফ প্রত্যাহার করা হবে। ঈদ উপলক্ষে অতিরিক্ত চাহিদা মেটাতে মোট ৫৩টি যাত্রীবাহী কোচ সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটাতে ২১৮টি লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহার করা হবে। এছাড়া বিনা টিকিটে ভ্রমণ, রেলে নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। থাকবে ভ্রাম্যমাণ আদালতও। আর এসব মনিটর করতে একটি সেল গঠন করা হবে।
অন্যদিকে শুধু শোলাকিয়ায় ঈদের নামাজের যাত্রীদের জন্য ভৈরববাজার -কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১৩ ও ১৪ চলবে।
আকন