
হজের প্রথম ফ্লাইট ২১ মে, কমছে না বিমান ভাড়া
'বৈশ্বিক সংকটের কারণে হজ ফ্লাইটের ভাড়া বেড়েছে'

বিমান পরিবহন করবে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী
১৯ মার্চ ২০২৩, ২১:৩০
নাঈম আবির , এখন টিভি
জেট ফুয়েলসহ নানা বৈশ্বিক সংকটের জেরে এবার কমছে না হজযাত্রায় বিমান ভাড়া। সাফ জানিয়ে দিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক। বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে ২১ মে। শেষ হবে ২২ জুন। এবারে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। বিকেলে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক।
চলতি বছর হজের সরকারি ও বেসরকারি উভয় প্যাকেজেই গত বছরের তুলনায় খরচ বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। এরমধ্যে শুধু বিমান ভাড়াই বেড়েছে প্রায় ৫৮ হাজার টাকা।
হজের প্যাকেজ ঘোষণার পরপরই ওঠে সমালোচনার ঝড়। মূল্য বাড়ার প্রভাব পরে নিবন্ধনেও। কয়েক দফায় প্রায় ১ মাস সময় বাড়িয়েও কোটা পূরণে ব্যর্থ ধর্ম মন্ত্রণালয়।
এরইমধ্যে বিমান ভাড়া নিয়ে হাইকোর্টে রিট দাখিল আর ধর্ম মন্ত্রণালয় থেকে বিমানকে ভাড়া কমানোর সুপারিশ করার পরও নিশ্চুপ ছিলো বিমান।
অবশেষ মুখ খুললেন রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটির এমডি। সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে জানালেন হজের বিমান ভাড়া একেবারেই যৌক্তিক।
চলতি বছর হজে যেতে ইচ্ছুকদের প্লেনের ভাড়া কমবে না বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিউল আজিম। তিনি বলেন, হজ যাত্রীদের জন্য আমরা সর্বনিম্ন প্লেন ভাড়া দিয়েছি, এরপর আর কমানো সম্ভব নয়।
বিমানের এমডি বলেন, বিমানভাড়া নির্ধারণ হয়ে গেছে হজ প্যাকেজের সঙ্গে। এ প্যাকের একটা অংশ বিমানের ভাড়া। প্যাকেজটি অনুমোদন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়; এটি তাদের এখতিয়ার, যার কোনো পরিবর্তন হয়নি। তার মানে বিমানের তরফ থেকে হজ প্যাকেজ কমার কোনো সুযোগ নেই।
এসময় তিনি জানান হজের মৌসুমে অন্য রুটে ফ্লাইট কাটছাঁট করে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে চায় বিমান। নেয়া হচ্ছে অতিরিক্ত লোকবলও।
এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৬০ টি ফ্লাইটের মাধ্যমে ৬৩,৫৯৯ জন হজ যাত্রী পরিবহন করবে। সবগুলো ফ্লাইটই হবে ডেডিকেটেড। সব ঠিক থাকলে ২১ মে প্রথম হজ ফ্লাইট ডানা মেলবে জেদ্দার উদ্দেশে। আর শেষ ফ্লাইট ২২ জুন। এ বছর হজ যাত্রী পরিবহনে বিমান ব্যবহার করবে অত্যাধুনিক বোয়িং সিরিজের এয়ারক্রাফট।
আকন