
ফসলি জমির মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায়
কাজী তানভীর মাহমুদ , এখন টিভি
১৯ মার্চ ২০২৩, ১৮:১৪
রাজবাড়ীতে চলছে তিন ফসলি জমির মাটি কাটার মহোৎসব। জেলার শতাধিক জায়গা থেকে ভেকু দিয়ে কাটা হচ্ছে মাটি। স্থানীয়রা বলছে, অবৈধভাবে প্রতিনিয়ত এসব জমির মাটি খনন করছে প্রভাবশালী মহল। প্রতিদিন প্রায় ১ কোটি টাকার মাটি বিক্রি করছেন তারা। যাতে নষ্ট হচ্ছে ফসলি জমি।
রাজবাড়ী জেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রাম। যেখানকার মাঠ সারাবছর ভরপুর থাকে ধান, গম, সরিষা, কলাইসহ বিভিন্ন ফসলে। যোগান আসে খাদ্যের।
অথচ ফসলি এসব জমির মাটি কাটার মহোৎসব চলছে জেলা জুড়ে। যাতে জমি হারাচ্ছে উর্বরতা। সেইসাথে দিন দিন কমছে ফসলী জমির পরিমাণ। যাতে গ্রামীণ অর্থনীতির প্রধান চালিকা শক্তি নষ্ট হতে বসেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে জাতীয় উৎপাদনেও।
জেলার ৫ উপজেলার শতাধিক পয়েন্টে প্রতিদিন ৫০টি ট্রাক দিয়ে কেটে নেয়া হচ্ছে মাটি। যার বাজারমূল্যে প্রায় ১ কোটি টাকা।
স্থানীয়রা বলছেন, প্রভাবশালী মহলের যোগসাজসে চলছে এই কার্যক্রম। কৃষি জমি ধ্বংস করে এসব মাটি চলে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়।
এদিকে এসব মাটি কেটে শহরের বিভিন্ন অংশে নিয়ে যাচ্ছে ট্রাক। যাতে অতিরিক্ত ওজনে নষ্ট হচ্ছে রাস্তাঘাট। পাকা সড়ক পরিণত হয়েছে মাটির রাস্তায়।
জেলা প্রশাসনের নাকের ডগায় চলছে এমন কৃষি জমির নিধনযজ্ঞ।
এদিকে দ্রুত সময়ের মধ্যে আইন প্রয়োগের মাধ্যমে মাটি কাটা বন্ধের ব্যবস্থা করা হবে বলে জানান রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। তিনি বলেন, ‘ফসলি জমি যাতে কাটা না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এজন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালন করছি, প্রয়োজন হলে ইটভাটা বন্ধ করে দিবো।’
রাজবাড়ী জেলায় ইটভাটার আছে প্রায় শতাধিক। আইনে কৃষি জমি নষ্ট করা শাস্তিযোগ্য অপরাধ হলেও এসব ভাটার মাটির যোগান হয় আশপাশের এলাকার কৃষি জমি থেকেই।
আকন