
আমদানি বাড়ায় বগুড়ায় কমছে ডালের দাম
রমজানে ডালের বাজার স্বাভাবিক থাকার আশা
হেদায়েতুল ইসলাম বাবু , এখন টিভি
১৯ মার্চ ২০২৩, ১৫:৫৭
এলসি জটিলতা না থাকায় পাশের দেশ ভারত থেকে সরাসরি ডাল আমদানি করছেন বগুড়ার ব্যবসায়ীরা। আমদানি বাড়ায় সপ্তাহ ব্যবধানে বিভিন্ন প্রকার ডালের কেজিতে কমেছে ১ টাকা থেকে ৯ টাকা পর্যন্ত। এবার রমজানে ডালের বাজার স্বাভাবিক থাকার আশা ব্যবসায়ীদের। এই মৌসুমে জেলার ডালপট্টিতে প্রায় ২ লাখ কেজি ডাল বিক্রির সম্ভাবনা- যার বাজারমূল্য হবে কোটি টাকা।
ছোলা, মটর, খেসারি ডালের পাইকারি কেনাবেচা হয় বলে ডালপট্টি হিসেবে পরিচিত বগুড়া শহরের নামাজগড়ের এই এলাকাটি। গত রমজানে এক মাসে এখান থেকে শুধু ছোলা কেনাবেচা হয়েছে প্রায় দেড় লাখ কেজি। তবে এবার ২ লাখ কেজি ডাল কেনাবেচা হওয়ার আশা।
তবে সুখবর হচ্ছে চাহিদার তুলনায় আমদানি বেশি থাকায় এবার রোজা শুরুর আগেই কমতে শুরু করেছে ডালের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি খেসারিতে ৮ টাকা, মাঝারী মশুর ২, ছোলা ৪ এবং বুটের ডালে কেজিতে কমেছে ৯ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা বলেন, ‘এখানে লাগবে ৫০০ বস্তা, কিন্তু আমদানি করা হয়েছে দুই হাজার বস্তা। এই কারণেই দামটা আগের থেকে অনেক কম। যেই ডাল ৮৫ টাকা ছিলো সেই ডাল এখন ৭৪-৭৫ টাকা চলছে। দাম বাড়ার কোন লক্ষণতো নেই, বরং আরও কমবে।’
তবে পাইকারিতে ডালের দাম কমলেও খুচরা পর্যায়ে এখনও তেমন প্রভাব পড়েনি। পাইকারী পর্যায়ে ৬৪ টাকায় বিক্রি হলেও ভোক্তাদের খেসারি ডাল কিনতে হচ্ছে ৮০ টাকায়। ছোলা বুট পাইকারীতে ৭৬ টাকায় বিক্রি হলেও খুচরায় বিক্রি হচ্ছে ৮৫ টাকা কেজি।
এরআগে চট্টগ্রাম, রাজশাহীর বানেশ্বর, নাটোর, পাবনাসহ বিভিন্ন জেলা ঘুরে ডাল আসতো বগুড়ার ডালপট্টিতে। তবে এখন ব্যবসায়ীদের অনেকেই কোনো ভোগান্তি ছাড়াই সরাসরি ভারত থেকে ডাল আমদানি করতে পারছেন, যে কারণে কমছে ডালের দাম।
বগুড়া নামাজগড় ডালপট্টি দোকান ও মিল মালিক সমিতি সহ-সভাপতি সঞ্জীব প্রসাদ বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে ডাল ভারত থেকে বগুড়ায় পৌঁছে যাওয়ায় কারণে কোথাও ঘাটতি থাকছে না। তাই পণ্য যদি মজুন না থাকে তাহলে বাজার অবশ্যই ভালো থাকে।’
বগুড়া নামাজগড় ডালপট্টি দোকান ও মিল মালিক সমিতি সভাপতি জাহেদুল ইসলাম লিটন বলেন, ‘আসলে ভারত থেকে ডাল আমদানিতে খরচ তুলনামুলক অনেক কম হওয়ায় আমদানিটা বেশি হচ্ছে।’
গাইবান্ধা, সিরাজগঞ্জ, জয়পুরহাট এমনকি বিভাগীয় শহর রংপুরের ভোক্তাদের ডালের চাহিদা পূরণ হয় বগুড়ার ডালপট্টি থেকে। উত্তরের এই পাইকারি বাজারে এবার কোটি টাকার ব্যবসা হওয়ার আশা ব্যবসায়ীদের।
আকন