
ব্যবসায়ীদের গুদামে ৬ টন সরকারি চাল, গ্রেফতার ১

৬ মেট্রিক টন পুষ্টি চাল জব্দ করেছে পুলিশ
১৭ মার্চ ২০২৩, ১৭:৫৯
কুড়িগ্রাম, এখন টিভি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীদের গুদাম থেকে সরকারের বিডব্লিউবি কর্মসূচির বিতরণকৃত প্রায় ৬ মেট্রিক টন পুষ্টি চাল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে উপজেলা সদরের কামাত আঙ্গারিয়া মৌজার সাদ্দামের মোড় এলাকার গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।
এছাড়া সরকারি সিল মারা বস্তায় অবৈধভাবে এই চাল মজুদ করার অভিযোগে মকবুল হোসেন খবরুল (৫১) নামের একজন চাল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ৫ হাজার ৯৩৯ কেজি চালের মূল্য প্রতি কেজি ৪০ টাকা দরে মোট ২ লাখ ৩৭ হাজার ৫৬০ টাকা।
এদিকে শুক্রবার (১৭ মার্চ) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে ভূরুঙ্গামারী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে গ্রেফতারকৃত মকবুল হোসেন খবরুলসহ পলাতক আরও ৪ জন চাল ব্যবসায়ীকে আসামি করা হয়েছে।
এজাহারটি বিশেষ ক্ষমতা আইনে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
বাদীর এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ মোতাসছিম বিল্লাহ এবং তার সঙ্গীয় ফোর্স সাদ্দাম মোড় এলাকায় ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়ায় সময় সরকারের খাদ্য দপ্তরের সিলমারা ১০টি বস্তায় ৩০৪ কেজি চালসহ মকবুল হোসেন খবরুলকে আটক করে।
এ সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ঘটনাস্থলে আসেন। এরপর তার উপস্থিতিতে পুলিশ আরও দু'টি গুদাম থেকে ৩০ কেজি এবং ৫০ কেজি ওজনের ১৫০টি বস্তায় ৫ হাজার ৬৩৫ কেজি চাল জব্দ করে।
এ প্রসঙ্গে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, জব্দকৃত চাল থানা হেফাজতে রাখা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত মকবুল হোসেন খবরুলকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এমএস